পটিয়া পপুলার লাইফ ইন্সুরেন্স কোঃ লিঃ এর উদ্যোগে চেক হস্তান্তর
1 min readসেলিম চৌধুরী ;; পটিয়া পপুলার লাইফ ইনসুরেন্সের কোঃ লিঃ সার্কুলার রোড় কার্যলয়ে ৭ ডিসেম্বর সোমবার দুপুরে মোঃ বাদশা মিয়া মৃত্যুর দাবি চেক হস্তান্তর করেন পপলুার লাইফ ইনসুরেন্সের কোঃ লিঃ পটিয়া সাংগঠনিক অফিস ইনচার্জ নজরুল ইসলাম। মৃত্যুর দাবি বাদশার মিয়ার স্ত্রী নমনী ফিরোজা বেগম এর পক্ষে তার ছেলে ৫৬ হাজার টাকার চেক গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক হারুনর রশীদ সিদ্দিকী, যুবনেতা ইদ্রিস পানু, পটিয়া পপুলার লাইফ ইনসুরেন্স অফিসের জিএম নুর মোহাম্মদ, ডিজিএম রাখাল চন্দ্র বড়ুয়া, বিএম নয়ন দে প্রমুখ।