তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাফলংয়ে প্রতিপক্ষের হামলায় আহত ৮
1 min readনিজস্ব প্রতিবেদক :: গত ৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৩টায় গোয়াইনঘাটের জাফলং লাখের পার আসামপাড়া গ্রামে মোঃ আব্দুর রব মিয়াসহ তার ছেলে, মেয়ে, ভাতিজা ও ভাতিজিসহ ৮জনকে প্রতিবেশী মৃত বারেকের ছোট ভাই ও তাদের সহযোগীরা মিলে প্রথমে আব্দুরবকে ও পরে অন্যদের উপর লাঠিসোটা দিয়ে হামলার পাশাপাশি ইটপাটকেলও নিক্ষেপ করে বলে জানা যায়।
হামলায় মারাত্মকভাবে আহত হন আব্দুর রব (৫৫)। অন্য আহতরা হলেন তার ছেলে সাহেদ (১৬), ভাতিজি রুমেনা (২৪), তার ছোট ভাই মুতলিব (৪৫), তার স্ত্রী এবং ভাতিজি মাসুমা (২০), সাকি (১৩), সুমাইয়া (১৫)। আহতদের মধ্যে ৪ জন বর্তমানে গোয়াইনঘাট হাসপাতালে ভর্তি আছেন। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
একই গ্রামের কাশেম, মোতালিব, জয়নাল, আলমগীর, জাকির ও নাসিরের নেতৃত্বে প্রায় ২৫-৩০ জন নারী পুরুষ তাদের উপর একসাথে হামলা চালায়।
এ ঘটনার দিনই আব্দুর রবের পরিবারের পক্ষ থেকে গোয়াইনঘাট থানায় মামলা করা হয় এবং আলমগীর নামের এক আসামীকে গোয়াইনঘাট থানা পুলিশ গ্রেফতার করে।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, নাম প্রকাশ না করার সূত্রে স্থানীয় এক ব্যবসায়ী বলেন, ছোটবেলা থেকে দেখে আসছি এই গ্রুপটি আসামপাড়া ত্রাসের রাজত্ব কায়েম করে দাংঙ্গা বাজিয়ে রাখে এবং নানারকম অন্যায় অবিচার করে সমাজ ও এলাকার বিশৃঙ্খলা সৃষ্টি করে।