কানাইঘাটে ইউপি সদস্য পদে লড়বেন ছাত্রলীগ নেতা মীম শাহেদ
1 min readকানাইঘাট প্রতিনিধি :: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের কানাইঘাট উপজেলার ১নং লক্ষ্মীপ্রসাদ পুর্ব ইউপি ৪নং ওয়ার্ডের সম্ভাব্য ইউপি সদস্য পদ-প্রার্থী, সমাজসেবী ও সিলেট মহানগর ছাত্রলীগ নেতা মীম আহমেদ আল শাহেদ ” সীমান্তের আহবানকে” জানান, জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মীম শাহেদ বলেন, কানাইঘাট উপজেলার অত্যান্ত একটি অবহেলিত ইউনিয়ন হলো আমাদের ইউনিয়ন। এই ইউনিয়নের মানুষের দুঃখের শেষ নেই! যেখানে মানুষের নেই কোন মৌলিক অধিকার, নেই কোন নাগরিক অধিকার! মানুষের নেই কোন উন্নত চিকিৎসা ব্যবস্থা! শিশুকিশোরদের নেই উন্নত শিক্ষা ব্যবস্থা! যাতায়াতের জন্য নেই কোন ভালো রাস্তাঘাটের ব্যবস্থা!!
স্বাধীনতার পর থেকে মানুষ নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে বারবার জনপ্রতিনিধি নির্বাচিত করলেও ভাগ্যের পরিবর্তন হয়নি এই ইউনিয়নের মানুষগুলোর। দেশের গুরুত্বপূর্ণ বিভাগ কিংবা উপবিভাগের নেতৃত্বে তরুণ প্রজন্মের উল্লেখযোগ্য সফলতা আজ সর্বজন বিধিত।
গতানুগতিক ধারার বাইরে একটি ইউনিয়নকে অল্প সময়ে মডেল ইউনিয়নকে রুপান্তরিত করতে হলে নতুন প্রজন্ম এগিয়ে আসতে হবে। নির্বাচন কিংবা প্রার্থীতার বাইরে আমার ব্যক্তিগত অবস্থান থেকে আমি মনে করি দেশের নাগরিকদের নাগরিক অধিকার নিশ্চিত করার প্রধান এবং প্রথম দায়িত্ব ইউনিয়ন পরিষদের। সোশাল মিডিয়ায় অনেকেই আমার প্রার্থীতা নানা রকম আলোকপাত করেছেন। সেজন্য বলছি যে, নির্বাচন এবং প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি আমার একক সিদ্ধান্তের বিষয় নয়, যাদের সেবায় আমি নিজেকে উৎসর্গ করতে চাই তাদের মতামত এবং সচেতন তরুন সমাজ ও সম্মানিত মুরব্বিগণদের পরামর্শ নিয়েই আমার পথচলা অবশ্যই তাদের পরামর্শ ও সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে চাই যাই। যদি মহান আল্লাহ আমাকে কবুল করেন এবং ওয়ার্ডবাসী আমাকে সহযোগিতা করে, তাহলে আমার বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ।