বাড়ির লোকে কাঁদে - Shimanterahban24
March 27, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

বাড়ির লোকে কাঁদে

1 min read
স্ত্রী

[কাকলী আক্তার মৌ]

দুনিয়া জুড়ে আই‌লো একখান;রোগ মহামারি,
বিকারতায় শুরু যে তার,প্রাণটি নেয় কাড়ি,
নাম‌টি অতি সুন্দর যেন,শুনতে লাগে কুলফি,
আদর করে নাম দিয়েছে,এটা নাকি সেলফি।

ছবি তুলতে বিদ্রুপ মুখে;থা‌কে নানা ভঙ্গি,
বৈচিত্র আনতে কেউ,পশুকে ক‌রে সঙ্গী।
বিকারগ্রস্থ কেহ দেয় বাঘের খাঁচায় হাত,
ভাবে না কভু আঘাত পেয়ে ঘটবে রক্তপাত।
কেহ আবার সেলফি তুলে;চলন্ত কোন গাড়িতে,
ভাবে না কভু পিষ্ট-লা‌শে ফিরতে হবে বাড়িতে।
নাম না জানা অনেক আছে উঠে উঁচু ছাদে,
পা পিছলে হয় লাশ,বাড়ির লোকে কাঁদে।
গুণী জ‌নের কথা শুন,ম‌নে নিও না ব্যাথা,
এখন থেকে না ভাবিলে;জীবনটা সাদা পাতা।
সময় হল,আঁ‌খি মেল;ঘুমন্ত বি‌বেক জাগাও,
জাগ্রত হও,জ্ঞা‌নে-গু‌ণে;অন্ধকার‌কে ভাগাও।

আ‌মি ডুবন্ত র‌বি,‌নি‌স্তেজ ছ‌বি
Kakoli Akther Mou

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.