বাড়ির লোকে কাঁদে
1 min read
[কাকলী আক্তার মৌ]
দুনিয়া জুড়ে আইলো একখান;রোগ মহামারি,
বিকারতায় শুরু যে তার,প্রাণটি নেয় কাড়ি,
নামটি অতি সুন্দর যেন,শুনতে লাগে কুলফি,
আদর করে নাম দিয়েছে,এটা নাকি সেলফি।
ছবি তুলতে বিদ্রুপ মুখে;থাকে নানা ভঙ্গি,
বৈচিত্র আনতে কেউ,পশুকে করে সঙ্গী।
বিকারগ্রস্থ কেহ দেয় বাঘের খাঁচায় হাত,
ভাবে না কভু আঘাত পেয়ে ঘটবে রক্তপাত।
কেহ আবার সেলফি তুলে;চলন্ত কোন গাড়িতে,
ভাবে না কভু পিষ্ট-লাশে ফিরতে হবে বাড়িতে।
নাম না জানা অনেক আছে উঠে উঁচু ছাদে,
পা পিছলে হয় লাশ,বাড়ির লোকে কাঁদে।
গুণী জনের কথা শুন,মনে নিও না ব্যাথা,
এখন থেকে না ভাবিলে;জীবনটা সাদা পাতা।
সময় হল,আঁখি মেল;ঘুমন্ত বিবেক জাগাও,
জাগ্রত হও,জ্ঞানে-গুণে;অন্ধকারকে ভাগাও।
আমি ডুবন্ত রবি,নিস্তেজ ছবি
Kakoli Akther Mou