গোয়াইনঘাট সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের ৯৬ সনের এসএসসি ব্যাচের মহতি উদ্যোগ
1 min readঅসহায় বন্ধু পরিবারকে লক্ষটাকা সহায়তা প্রদান।
গোয়াইনঘাট প্রতিনিধি ;; গোয়াইনঘাটে নজির স্হাপন করলো সরকারী মডেল উচ্চ বিদয়ালয়ের ১৯৯৬ সনের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা। তাদেরই ব্যাচের কে অসহায় আছে, খোঁজ নিয়ে বাহির করে তাদের ক্লাসমিট উপজেলা গহড়া গ্রামের ফারুক আহমদকে। তার বাড়ি গিয়ে দু’যুগ আগের সেই বন্ধুর চরম দুর্দশার অবস্হা সরজমিন দেখে হোয়াটস্যাপে গ্রুপে তার জন্য ঐ ব্যাচের সকলের সহযোগীতা চাওয়া হয়। সামাজিক মিডিয়ার বদৌলতে দেশ বিদেশে অবস্হানরত সহপাটিরা এগিয়ে আসেন। তার পরিবার যাতে চলতে পারে সে জন্য একটি মিশুক পরিরারের জন্য বেডিং দু’ সন্তানসহ সকলের পরিধানের বস্ত্র আনুষ্ঠানিক ভাবে প্রদান করা হয়।
শনিবার দুপুরে তাদের স্বপ্নের বিদ্যাপিটের প্রধান শিক্ষকের কক্ষে আয়োজিত আনুষ্ঠানে প্রদান অতিথির বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ছলিৃম উল্লাহ সেলিম। নজরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক দেবব্রত ভট্টাচার্য, ফারুক উদ্দিনের পরিবারের পক্ষে বক্তব্য রাখেন মোশাররফ হোসেন মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কেন্দ্রীয় জামেমসজিদের ইৃামাম হাফেজ মাওঃ আঃ খলিক, উপজেলা দুপ্রকের সভাপতি ইউছুফ কামাল, সচিব আব্দুল মালিক, সাংবাদিক মন্ঞ্জুর আহমদ, উপস্থিত চিলেন বেলাল আবেদীন, ইলিয়াস, নজরুল, ছালেহা রীতা ৯৬ সালের অসংখ্য শিক্ষার্থীরা। সভায় অতিথিরা বলেন “মানুষ মানুষের জন্য”- আমাদের শিক্ষার্থীরা এমন কাজে এগিয়ে এসেছে যাহ তাদের আদর্শের পরিচয় মিলে, তদের অনুকরণ অন্যরাও করবে,আর আমাদের মনে গর্ব হচ্ছে যে আমাদের ছাত্ররা আদর্শবান হয়ে গড়ে উঠছে। সভা শেষে মোনাজাত পরিচালনা করেন মাওঃ আঃ খালিক। পরে বিদ্যালয় প্রাঙ্গনে অতিথিরা ব্যাচের উপস্হিত শিক্ষার্থীদের নিয়ে ফারুক আহমদের নিকট মিশুকের চাবি ওঅন্যান্য সহায়তা প্রায় লক্ষ টাকার তুলে দেন।