স্বাধীনতা যুদ্ধসহ আন্দোলন সংগ্রামে দেশ-জাতির জন্য ত্যাগী সংগঠন জমিয়ত; মুফতি নাসিরউদ্দিন খান
1 min readস্বাধীনতা যুদ্ধসহ আন্দোলন সংগ্রামে দেশ-জাতির সবচেয়ে জন্য ত্যাগ স্বীকারকারী সংগঠন জমিয়ত উলামায়ে ইসলাম বলে মন্তব্য করেছেন দলের সহসাংগঠনিক সম্পাদক মুফতি নাসিরউদ্দিন খান।
বৃহস্পতিবার (৩ডিসেম্বর) ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর আওতাধীন শাহপরান থানা শাখার “বিজয়ের ৫০ বছর প্রাপ্তি প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা ও কাউন্সিল” অধিবেশনে প্রধান অতিথি বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় জমিয়তে উলামায়ে ইসলামের সহসাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দীন খান।
তিনি বলেন,ভূঁইফোড় কোনো সংগঠনের কর্মী নয়। স্বাধীনতা যুদ্ধসহ আন্দোলন সংগ্রামে দেশ ও জাতির জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে আকাবিরের শতবর্ষী সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম।
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, গ্রহণযোগ্য ঐতিহ্যবাহী কাফেলার অগ্রগ্রামী শিরোনাম ‘ছাত্র জমিয়ত বাংলাদেশ’। সুতরাং ছাত্র জমিয়তের কাজকে এগিয়ে নিতে আমাদেরকে বুক ফুলিয়ে কাজ করতে হবে।
শাখা আহবায়ক আবু হানিফ সাদির সভাপতিত্বে নাজিম উদ্দীন নোমানীর পরিচালনায় অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ সালিম ক্বাসিমী, শাহপরান থানা জমিয়তের সভাপতি মুফতী আব্দুল মোমিন, মহানগর জমিয়তের সমাজসেবা সম্পাদক হাফিজ কবির আহমদ, জেলা যুব জমিয়তের সেক্রেটারী মাওলনা রায়হান উদ্দিন, মহানগর ছাত্র জমিয়তের সভাপতি এম লুৎফুর রহমান, সহসভাপতি হাফিজ শাহিদ হাতিমী, আবুল খয়ের, ফয়েয আহমদ, সাধারন সম্পাদক ইমরান আহমদ, যুগ্ম সম্পাদক হোসাইন আহমদ, সহ সম্পাদক হাফিজ জাহিদ আহমদ, পাঠাগার সম্পাদক জামিল আহমদ, মাওলানা দেলওয়ার আল হাসান প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- হাফিজ নুরুল ইসলাম, বিমানবন্দর থানা ছাত্র জমিয়তের আহবায়ক মাওলানা মাহবুবুল হক, রাফি সালিম, হাবিবুর রহমান, দেলওয়ার হোসাইন মঞ্জু, সাজ্জাদ হোসাইন রুমন, মীর আইনুল হক, নাবিল খান, মিফতাহুল হক, হাফিজ রায়হান উদ্দিন, আব্দুস সবুর আকমল প্রমুখ।