সুবর্ণচরে ফলিত পুষ্টি বিষয়ক ২দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মসূচি পালন
1 min readমোহাম্মদ দেলোয়ার হোসেনব ;; নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় ও বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর বাস্তবায়নে ২রা ডিসেম্বর চট্রগ্রাম বিভাগীয় আঞ্চলিক কার্যালয় সুবর্ণচর অফিসের হল রুমে খাদ্য ভিক্তিক পুষ্টি বিষয়ে ২ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা সেমিনার গতকাল বিকালে সমাপ্ত হয়েছে। প্রশিক্ষণ কর্মশালায় প্রথম দিন সাগরিকা সমাজ উন্নয়ন সংস্হার উপ-সহকারী কৃষি কর্মকর্তা গৌতম কৃষি উৎপান,পুষ্টিকর খাদ্য বিষয়ে আলোচনা করেন।প্রশিক্ষণে স্কুল/মাদ্রসা শিক্ষক,ইমাম/পুরোহিত,কৃষক/কৃষা ণী,ইউপি সদস্য , সাংবাদিক,এনজিও কর্মীগন অংশ গ্রহন করেন।
প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন সুবর্ণচরে অবস্হিত চট্রগ্রাম আঞ্চলিক কেন্দ্র নোয়াখালী কার্যালয়ের বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট(বারটান) এর উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ জহির উল্লাহ- বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক,বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউট প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.শেফাউর রহমান,সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডাঃ একরামুল হক।উক্ত সমাপনী অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন সুবর্ণচরের সিনিয়র সাংবাদিক কামাল চৌধুরী,সাংবাদিক এ,কে,এম,ইব্রাহিম খলিল উল্লাহ,দৈনিক প্রতিদিনের চিএ নোয়াখালী প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রমূখ।
প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষক- প্রশিক্ষণ এ বক্তাগন বলেন, দেশের বিশাল শিক্ষিত- অশিক্ষিত বেকার জনগোষ্ঠীকে নিরাপদ,সুষম খাদ্যে গ্রহণে ফলিত পুষ্টি বিষয়ে স্হির চিএ পদর্শন মাধ্যমে সচেতনতামূলক নাটক পদর্শন করা হয়।সকল শ্রেণী পেশার মানুষ যেন সুস্হ, সুন্দর জীবন ধারণ করতে সক্ষম হয়,শিক্ষক শ্রেণীর মাধ্যমে প্রতিষ্ঠানের ছাএ-ছাএীদের জন সচেতনতাসহ স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে এ প্রশিক্ষণের মূল লক্ষ্য।প্রতি দিন প্রশিক্ষনার্থীদের মাঝে পুষ্টিকর খাদ্য হিসেবে ১টি ডিম,১টি কলা,১ প্যাকেট কেক নাস্তার জন্য সরবরাহ করা হয়।এছাড়া ১টি ব্যাগ,প্যাড,কলম,ক্যালেন্ডার, পুষ্টি বিষয়ক লিফলেট ও প্রতি জন প্রশিক্ষনার্থীদের মাঝে সম্নানি ভাতা প্রধান করা হয়েছে। উক্ত প্রশিক্ষণ র্কোসে ২ ব্যাচ করে উপজেলার ৬০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করেন।অনুষ্টানের শেষ প্রান্তে
মুক্ত আলোচনা সভা আয়োজন করা। প্রশিক্ষনার্থীদের থেকে মূল্যায়ন পরিক্ষা গ্রহণ,এবং মনোমুগ্ধক নজরুল সংগিত পরিবেষণা করেন শিল্পি মহিব উল্ল্যাহ মহিম এবং অনুষ্টানের সমাপ্তি ঘোষণা করা হয়।