র্যাব ৯ এর হাতে ধরা পড়লো মাদক কারবারি জাকির
1 min readনিজস্ব প্রতিনিধি :: দীর্ঘদিন ধরে র্যাবের কথা বলে বিপুল টাকা চাঁদা আদায়কারী ০৩ মাদক কারবারিকে মাদকসহ খাদিমনগর বাগানবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব ৯ সিলেট।
জাকির, জিয়ারত এবং লাভলু নামে জনৈক তিন ব্যক্তি দীর্ঘদিন ধরে জাফলং, গোয়াইনঘাট এবং কোম্পানিগন্ঞ্জ এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছিল। তারা নিজেদেরকে RAB এর নিয়োজিত লোক এবং চাঁদার সিংহভাগই RAB-9 কে প্রদান করা হতো বলে দাবি করতো। একই সঙ্গে তারা মাদক ব্যবসাও পরিচালনা করে আসছিলো। এমন অভিযোগের সত্যতা নিশ্চিত করার লক্ষ্যে র্যাব গোয়েন্দা প্রয়োগ করে এবং নিশ্চিত হয় যে উল্লেখিত মাদক কারবারিরাই এই কাজটি করে আসছে। এরই প্রেক্ষিতে গত ০১ ডিসেম্বর দিবাগত রাত তথা ০২/১২/২০২০খ্রি রাত ১২টা ৩০মিনিটে র্যাব ৯ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম পিএসসি,এএসসি ও মেজর শওকাতুল মোনায়েম এবং অতি. পুলিশ সুপার মো. সামিউল আলম এর সমন্বয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (সিপিএসসি, ইসলামপুর ক্যাম্প, র্যাব-৯, সিলেট) এর একটি চৌকস আভিযানিক দল এসএমপি সিলেট এর খাদিমনগর বাগানবাড়ী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক কারবারি ১) জাকির হোসেন (৫২) ২) জিয়াউল খান @ জিয়ারত (৪৩) উভয় পিতা- মৃত আনসার আলী খান, উভয় সাং- ছৈলাখেল, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট ৩) রাশেদ পারভেজ @ লাভলু (৩৬) পিতা-আবুল হোসেন, সাং-কালিনগর, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট ’দের গ্রেফতার করে তাদের হেফাজত থেকে ৩০ বোতল ফেনসিডিল, ২৮বোতল অফিসার্স চয়েস,০৬ বোতল বিয়ার ও মাদক পরিবহনের একটি প্রাইভেটকার জব্দ করেন। র্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে র্যাবের কথা বলে বিভিন্ন জনের থেকে বিপুল অংকের টাকা চাঁদা তুলে আসছে বলে স্বীকার করে। জব্দকৃত আলামতসহ ধৃত আসামিদের বিরুদ্ধে মাদক মামলাসহ একাধিক মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।