বোয়ালখালীতে নিরীহ জায়গা দখল নিতে মরিয়া সন্রাসীরা; আদালত আদেশ অমান্য
1 min read
পটিয়া (চট্টগ্রাম) থেকে :: চট্টগ্রামের পটিয়া-বোয়ালখালী সিমান্ত এলাকার দক্ষিণ করলডেঙ্গা হোসেন খা বাড়িতে নিরীহ মোহাম্মদ জসিম উদ্দিন গং এর ৮ শতক বাড়ি ভিটা জায়গা দখল নিতে মরিয়া হয়ে উঠেছে সন্রাসীরা। এমনকি আদালতের আদেশ ও থানার অভিযোগ মানছেনা বলে অভিযোগ করেন মৃত রহম আলী পুএ মোঃ জসিম উদ্দিন। এ সংক্রান্ত বিষয়ে প্রতিকার প্রার্থনা করে জসিম ১ ডিসেম্বর বাদী হয়ে চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ১৪৫ ধারা আইনে একই এলাকার প্রতিপক্ষ সন্রাসী মোঃ নাছের, মোঃ এনাম, মোঃ জাবেদ সহ ৭ জনের বিরুদ্ধে মিস মামলা নং ১১৮৮/২০ ইং দায়ের করে। এর আগে গত ২৫ নভেম্বর বোয়ালখালী থানায়
প্রতিপক্ষদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। আদালত নালিশী তফশিলের ভুমিতে পক্ষদ্বয়ের রিপোর্ট আগামী ১১/০১/২১ ইং না আসা পর্যন্ত স্থিতিবস্থা বজায় রাখার জন্য বোয়ালখালী থানার ওসি’কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়। কিন্তু প্রতিপক্ষরা তা না মেনে গায়ে জোরে বহিরাগত সন্রাসী দলবল নিয়ে জসিম উদ্দিন বাড়ি ভিটা দখলে নেওয়ার জন্য দফায় দফায় চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জসিম অভিযোগ করেন। বোয়ালখালী থানার এস আই শরীফ জানান, আদালতের মামলার পরিপেক্ষিতে ওসির নির্দেশে উভয় পক্ষ’ কে নোটিশ দেওয়া হয়েছে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কেউ আদালতের আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। জসিম জানান,
প্রতিপক্ষরা তাদের জায়গা দখল নিতে হত্যার হুমকি সহ বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে। এ ব্যাপারে জসিম উদ্দিন উর্ধতন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।