জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদ ১নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কমিটি গঠন
1 min readমীম সালমান :: আজ (৪ই ডিসেম্বর ২০২০ইংরেজী) রোজ শুক্রবার বাদ মগরিব জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদ কানাইঘাট উপজেলার ১নং লক্ষ্মীপ্রসাদ পুর্ব ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে স্থানীয় ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ইকবাল বাহার চৌধুরী’র সভাপতিত্বে ও ছাত্রনেতা রায়হান আহমদের পরিচালনায় শুরুতেই কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাঃ সালমান আহমদ ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক মীম সালমান।
অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও উপজেলা কমিটির আহবায়ক, বিশিষ্ঠ শিক্ষানুরাগী মোঃ মোশতাক চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদ কানাইঘাট উপজেলা শাখার সদস্য সচিব জনাব হুমায়ুন আজাদ এবং কানাইঘাট উপজেলা ৩নং ইউনিয়নের সভাপতি জনাব আবুল হুসাইন সাহেব।
উক্ত সভায় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মোঃ বাবুল আহমদ, মাহবুবুল আলম, কলামিস্ট রাসেল আল-হাদী, এইচ কে জুয়েল, শমসের উদ্দিন, কাওছার আহমদ শুভ, সোহেল রানা, এ’কে এম জহিরুল ইসলাম, দেলোয়ার হোসেন ইমন, সুমন আহমদ, আবুল ফজল সাহেদ, আল-আমীন, আব্দু রহমান, জামিল আহমদ, শহিদুল ইসলাম, তানভীর আহমদ, আলী মর্তুজা প্রমুখ।
সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন, ২শ বছর থেকে আমরা জৈন্তিয়াবাসী নিপিড়ীত। কানাইঘাট, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানিগন্জ উপজেলা মিলে আমাদের ঐতিহ্যবাহী জৈন্তিয়া রাজ্য। আমাদের জৈন্তিয়ার ইতিহাস ও ঐতিহ্য ইতিহাস রচিত। কিন্তু যুগ যুগ ধরে আমরা জৈন্তিয়াবাসী আমাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত।
বক্তারা আফসোস করে বলেন, অনেক যুগ ধরে জৈন্তিয়া থেকে গ্যাস উত্তলন করা হলেও জৈন্তিয়াবাসী আজো সেই গ্যাস থেকে বঞ্চিত! জৈন্তিয়া মাঠির আইসিটি পার্কে হাজার হাজার কর্মকর্তা কাজ পেলেও জৈন্তিয়া মাঠির অসহায় শিক্ষিত যুবকরা সেই কর্মকর্তাদের তালিকা থেকে ও বঞ্চিত! হাজার হাজার শিক্ষিত ছেলেমেয়ে থাকা সত্বেও এই জৈন্তিয়া মাঠিতে নেই কোন বিশ্ববিদ্যালয়!! যুগ যুগ ধরে আন্দোলন করলেও জৈন্তিয়াবাসী পারেনি তাদের কোন অধিকার করতে। তাই আমরা আবারো সর্ববৃহৎ আন্দোলনের মাধ্যমে আমাদের জৈন্তিয়াবাসীর দাবি আদায় করতে চাই।
বক্তারা দীপ্ত কন্ঠে বলেন, আমরা অবিলম্বে জৈন্তিয়ার ঘরে ঘরে গ্যাস চাই। সিলেট গ্যাস ফিল্ড ও কোম্পানিগন্জের আইটি পার্কে অগ্রাধিকার ভিত্তিতে কর্মকর্তা – কর্মচারী নিয়োগ চাই। বৃহত্তর জৈন্তিয়ার শিক্ষার উন্নয়নে যে কোন সুবিধা জনক জায়গায় ১-টি বিশ্ববিদ্যালয় চাই। কানাইঘাট উপজেলার আন্দু গাং কে আন্দু গাং পর্যটন এলাকা ঘোষণা করা চাই। সরকারের কাছে আমাদের এসব দাবি আদায়ের আন্দোলনকে আরো বেগবান করতে আমরা শীঘ্রই মাঠ পর্যায়ে আন্দোলনের লক্ষ্যে আমরা প্রতিটি উপজেলা ও ইউনিয়ন কমিটি গঠন করতে প্রস্তুতি সম্পন্ন করতে যাচ্ছি।
আর এসব আন্দোলনকে ইউনিয়ন থেকে উপজেলায় গতিশীল করতে আরো জোরালো হতে হবে।
পরিশেষে সর্বসম্মতিক্রমে লক্ষ্মীপ্রসাদ পুর্ব ইউনিয়নের নবনির্বাচিত প্যানেলে রায়হান আহমদকে সভাপতি, বাবুল আহমদকে সেক্রেটারি, মাহবুবুল আলমকে সাংগঠনিক সম্পাদক ও মীম সালমানকে প্রচার-প্রকাশনা সম্পাদক নির্বাচিত করে ৪১ সদস্য ইউনিয়ন কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি জনাব মোশতাক চৌধুরী।
এবং পুর্নাঙ্গ কমিটি “প্যানেল” আকারে ঘোষণা হবে বলে জানানো হয়।