পটিয়া ৩ জনের বিরুদ্বে মানহানি ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
1 min read
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:– জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ইন্জিনিয়ারিং নিউজ ২৪ নামে একটি অনলাইন নিউজ পোর্টালে ওসি বদলী হওয়ায় থানার দালাল চক্র বিপাকে শীর্ষক সংবাদ প্রকাশ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইস বুকে প্রচার করে দুই ব্যাক্তির ৫০ লক্ষ টাকার মানহানি করার অভিযোগে পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রট আদালতে মামলা হয়েছে। যার সিআর মামলা নং ৩৭৩/২০২০ ইং। মামলাটি করেছেন (অব:) সেনা কর্মকর্তা নাজিমুল হক চৌধূরী। এছাড়াও ঢাকা সাইবার ক্রাইম আদালতে আবদুস সবুর সহ তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নং ৫০০/২০ ইং দায়ের করেছেন অবঃ সেনা কর্মকর্তা নাজিমুল হক চৌধুরী। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। জানা যায়, পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের খানমোহনা গ্রামের মৃত নুরুল হক চৌধুরীর পুত্র (অব:) সেনা কর্মকর্তা বর্তমান সার্ভেয়ার নাজিমুল হক চৌধুরী ও মৃত হাফেজ মীর আহমদের পুত্র মো: হারুনের সাথে একই গ্রামের মৃত আবদুর রাজ্জাক চৌধুরীর পুত্র গোলাম কিবরিয়া চৌধুরী ও মুদাচ্ছিরুল হক মাসুম এর সাথে দীর্ঘদিন যাবৎ জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলছে। নাজিমুল হক চৌধুরী অভিযোগ করেন , তিনি একজন (অব:) সেনা কর্মকর্তা, সার্ভেয়ার এবং অবসর সৈনিক কল্যাণ সংস্থার সেক্রেটারীও পটিয়া মুক্তিযোদ্বা দিবস বাস্তবায়ন পরিষদের সভাপতি। গত ৮ নভেম্বর ২০২০ ইং সকাল ৭টা ১৫ মিনিটে প্রতিপক্ষের ব্যবহ্রত ফেইস বুক আইডিতে ইন্জিনিয়ার্স নিউজস ২৪ এর সাংবাদিক পরিচয়ে তার ও স্বাক্ষী মো: হারুনের মান সম্মান ক্ষুন্নের লক্ষে পটিয়া থানার ওসি বদলি হওয়ায় বিপাকে পড়েছেন দালাল চক্র শিরোনামে প্রকাশিত সংবাদে তাদের বিরুদ্বে মানহানিকর , বানোয়াট ও মনগড়া তথ্য দেওয়া হয়েছে। এতে তাদের ৫০ লক্ষ টাকার মানহানি করা হয়েছে। তিনি এর প্রতিকার প্রার্থনা করেছেন বলে জানান। বিজ্ঞ আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন। হারুনর রশীদ জানান, আসামিগণ পরস্পর যোগসাজশে আমি ও অবঃ সেনা কর্মকর্তা নাজিমুল হক চৌধুরীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন কুরুচিপূর্ণ ছবি ও কথা লিখে আমাদের সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এতে আমাদের ৫০ লক্ষ টাকা মানহানি হয়েছে। ফলে আসামিগণের বিরুদ্ধে প্রতিকার প্রার্থনা করে মানহানি ও সরাইবার ক্রাইম অপরাধে পৃথকভাবে দুইটি মামলা দায়ের করেন অবঃ সেনা কর্মকর্তা নাজিমুল হক চৌধুরী।