বানিয়াচংয়ে ধান বীজ বিতরণ
1 min readবানিয়াচং প্রতিনিধি :: হবিগঞ্জের বানিয়াচংয়ে কৃষকদেরকে কৃষি প্রনোদনা হিসেবে ধানের বীজ প্রদান করা হয়।
উচ্চ ফলনশীল ধানের বীজ বানিয়াচং উপজেলার ১৫টি ইউনিয়নের ৭হাজার ৫শ কৃষককে জনপ্রতি কেজি করে ধান বীজ দেওয়া হয়েছে।
উপজেলা কৃষি ভিভাগের উদ্যোগে ধান বীজ বিতরন করা হয়। ২ডিসেম্বর বুধবার সকাল ১১টায় বানিয়াচং উপজেলা পরিষদ চত্বরে আনুষ্টানিকভাবে ধান বীজ বিতরন উদ্ধোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডঃ আব্দুল মজিদ খান।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এনামূল হকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,সহকারী কৃষি কর্মকর্তা জহিরুল হক,উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া প্রমূখ।
ইতিমধ্যে উপজেলার ১৫টি ইউনিয়নের র্কষকদেরকে সরিষা,গম,ভূট্টা সহ বিভিন্ন ধরনের রবিশষ্যের বীজ ও সার প্রদান করা হয়েছে।
হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা একটি হাওর প্রধান এলাকা।
এখানকার লোকজন অধিকাংশই সরাসরি কৃষি কাজের সাথে জড়িত।