গোয়াইনঘাটে ডায়রিয়ার প্রাদূর্ভাব; ওয়ার্ডে ২জনের মৃত্যু
1 min read
“স্বাস্হ্য প্রশাসক বললেন অন্য রোগে মারা গেছেন”
আব্দুল মালিক :: গোয়াইনঘাটে ডায়রিয়ার প্রাদূর্ভাব দেখা দিয়েছে। ওয়ার্ডে এক শিশুসহ ২জন ও একই পরিবারের আরেক শিশুর বাড়িতে মৃত্যু হয়েছে বলে রোগীর স্বজনরা জানালেও,স্বাস্হ্য প্রশাসক বলেন অন্য রোগে মারা গেছেন এ দু’জন। গত এক মাসে ৭৯ জনকে চিকিৎসা দেয়া হয়েছে বলে হাসপাতালের পরিসংখ্যান সূত্রে জানানো হয়। আর এমও জানান মারাত্মক ডায়রীয়া নিয়ে রোগিরা ভর্তি হন। তিনি বলেন এর প্রদান কারন নিরাপদ পানির সংকট।
সিলেটের গোয়াইনঘাটে ডায়রীয়া প্রাদূর্ভাব দেখা দিয়েছে। হাসপাতালে ভর্তি শিশু মহিলাসহ ২জন ও একই পরিবারের বাড়িতে আর এক শিশুসহ মোট ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে স্বাস্হ্য ওপরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেহান উদ্দিন বলেন ওয়ার্ডে ভর্তি শিশু মারাত্মক নিউমোনিয়া ওমহিলা হার্টের রোগে মারা যান। জানা যায় ১ ডিসেম্বর সকাল ৯টায় ডৌবাডি ইউপির সাতকুড়িকান্দ গ্রামের জৈন উদ্দিনের স্ত্রী, সায়বান(৬০),লামা সতাইনগ্রামের ইব্রাহিমের ১বৎসরের শিশু কন্যা তাসলিমা সকাল ৬টায় হসপাতালের ওয়ার্ডে মারা যান। স্বজন ওয়ার্ডে ভর্তি৷ রোগি সতি গ্রামের দেলোয়ার জানান ইব্রাহিমের ৬ বছরের আরেক শিশু পূর্বের দিন বাডিতে মারা যায় ডায়রিয়ায়। অসহায় এই বাবার শিশুর দাফনের জন্য ভর্তি রোগীরা টাকা তুলে দেন। ইব্রামহিমের নিজের বাড়ি না থাকায় তিনি হাকুর বসজার একটি কলোনীতে থকেন। পুরুষ ওয়ার্ডে ভর্তি খিললুর রহৃান বলেন সায়বান বেগমের রাতভর
দাস্ত হলেও কোন চকিৎসক এসে দেখেননি। ডায়রীয়া পরস্তিতি বিষয়ে জানতে ইনডোরে আর এমও’র কক্ষে বসা ডাঃ মানুনের নিকট জানতে চাইলে তিনি এ বিষয়ে আর এমও’র নিকট যেতে বলেন। আরএমও ডাঃ খালেদ বলেন মারাত্মক ডায়রিয়া নিয়ে রোগীরা আসছন, নিরাপদ পানির সংকটের কারণে এমন পরিস্হিতি ঘটছে। যারা মাারা গেছেন তারা শুধু ডায়রীয়া নয় অন্য রোগেও আক্রান্ত ছিল। কতজন বোগি ভর্তি আছেন এ তথ্য কেউ দিতে চাননি। পরে হসপাতালের পরিসংখ্যান সূত্রে জানানো হয় গত এক মাসে মাঠ ও হাসপতালে ৭৯ জনকে চিকিৎসা দেয়া হেয়েছে ওয়ার্ডে যে দুজন মারা গেছেন অন্য রোগে। সন্ধ্যায় হাসপাতালে মোট কতজন ডায়রিয়া রোগি দিনে ভর্তি হয়েছেন জানতে চাইলে আরএমও কোন তথ্য না দিয়ে স্বাস্হ্য প্রশাসকের নিকট থেকে জানতে বলেন।যোগাযোগ করে জানা যায় স্বাস্হ্য প্রশাসক গোয়াইনঘাটে নেই তিনি কখনো কর্মস্থলে থাকেন না সিলেট থেকে আসেন। বিষয়টি নিয়ে ফোনে কথা হলে ড়াঃ রেহান উদ্দিন জানান দু’জন অন্য রোগে মারা গেছেন, মহিলার হার্টের সমস্যা ও মারাত্মক নিউমোনিয়াও আক্রান্ত ছিল শিশুটি। তিনি বলেন ২/৩ জন ডায়রিয়া নেয়ে ভর্তি আছেন। চেয়ারম্যান মাহবুব বলেন আমি ৩০ নভেম্বর হাসপাতালে গিয়েছিলাম রোগি দেখতে, ওয়ার্ডে নোংরা পরিবেশ বিরাজ করছে যেন দেখার কেউ নেই। ভর্তি রোগি ও এলাকার জনসাধারনের অভিযোগ হাসপাতালে অভিভাবক এখানে অবস্তান না করার কারনে নানা অনিয়ম অব্যবস্হাপনা বিরাজ করছে। জনসাধারণ সেবা বঞ্চিত হচ্ছেন। ডায়রিয়ায় গোয়াইনঘাটে অতিথে ছিল ভয়াবহ অবস্থা, অবহেলায় তাহা আবারও ফিরে আসতে পারে তাই সংশ্লিষ্টদের তৎপর হওয়া প্রয়োজন।