জেগে উঠেছে কাশ্মিরি যোদ্ধারা, শ্রীনগরে দুই ভারতীয় সেনা নিহত
1 min read

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে কাশ্মিরি যোদ্ধারা শ্রীনগরে এক হামলায় দু’জন সৈন্য নিহত হয়েছে বলে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে। ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া বলেছেন, বৃহস্পতিবার শ্রীনগর শহরের শহরতলীতে সেনাবাহিনীর একটি টহল চলাকালীন সময়ে কাশ্মিরি যোদ্ধারা গুলি ছুঁড়েছিল।
সে হামলায় দু’জন সেনা সদস্য গুরুতর আহত হয় ও পরে তারা হাসপাতালে মারা যান বলেও জানান তিনি। পুলিশ ও সৈন্যরা হামলাকারীদের তল্লাশি করে বেড়াচ্ছে। হামলাটি এমন এক সময়ে আসে যখন দুই পারমাণবিক-সশস্ত্র প্রতিদ্বন্দ্বীর মধ্যে কাশ্মীর সামরিক সীমান্তে বরাবরই পাকিস্তানি ও ভারতীয় সেনাদের মধ্যে প্রতিদিনের লড়াই ঘটে আসছে।
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার পাকিস্তানি সৈন্যরা দক্ষিণ পুঞ্চ জেলার ডি-ফ্যাক্টো সীমান্তে মর্টার দিয়ে ভারতীয় অবস্থানগুলিকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল। এর জবাবে ভারতীয় সেনারা পাল্টা হামলা চালায় বলে সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে। এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
গত ১৩ ই নভেম্বর, ভারতীয় ও পাকিস্তানি সেনারা ডি-ফ্যাক্টো সীমান্তের একাধিক স্থানে আর্টিলারি গুলি বিনিময় করায় উভয়পক্ষের নয় জন নাগরিক ও ছয় সেনা নিহত হয়েছিল। সাম্প্রতিক বছরগুলিতে এক দিনে হতাহতের সংখ্যার দিক দিয়ে এটি সবচেয়ে বেশি ছিল বলে জানা যায়।
সূত্র: আলজাজিরা