জমিয়ত মনোনীত দিরাই পৌর সভায় নির্বাচন করবেন হাঃ লুকমান আহমদ - Shimanterahban24
March 27, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

জমিয়ত মনোনীত দিরাই পৌর সভায় নির্বাচন করবেন হাঃ লুকমান আহমদ

1 min read

আবুল হাসনাত শিহাব ;; দিরাই পৌরসভা নির্বাচনে মেয়র পদে নমিনেশন দাখিল করেছেন জমিয়ত মনোনীত প্রার্থী মাওলানা হাফিজ লোকমান আহমদ।

এ সময় জেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা শায়খ আফসার উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী সহ জেলা উপজেলা জমিয়ত, যুব জমিয়ত, ছাত্র জমিয়ত ও সমমনা ইসলামি দলসমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধন্যবাদ মাওলানা হাফিজ লোকমান আহমদ ও দিরাই উপজেলা জমিয়তের দায়িত্বশীলদেরকে। এগিয়ে যাও আল্লাহর উপর ভরসা করে। সাদাকালো পতাকার প্রিয় প্রতিক খেজুর গাছের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে সবাইকে মাঠে নেমে কাজ করার জন্য অনুরোধ জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.