লাউতায় জমিয়ত নেতা মাওলানা আব্দুর রহমান-এর মায়ের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
1 min readজুনাইদ আহমদ ;; বিয়ানীবাজারের লাউতায় জমিয়তে উলামায়ে ইসলাম ১১নং লাউতা ইউনিয়নের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান এর মায়ের রূহের মাগফিরাত কামনায় যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত যৌথ দোয়া মাহফিল করেছে। ২৯ নভেম্বর (রবিবার) বাদ মাগরিব বাহাদুরপুর জালালিয়া মাদরাসায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান,প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ময়নুল ইসলাম, জনাব আব্দুল বাকী, বাহাদুরপুর জালালিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুর রাকীব, ছাত্র জমিয়ত সভাপতি মুফতি আব্দুল্লাহ আল মামুন, যুব জমিয়ত সাধারণ সম্পাদক মোহাম্মদ মকবুল হোসাইন, যুব নেতা শাহীন আহমদ, জাহাঙ্গীর আলম,ছাত্র জমিয়ত সাধারণ সম্পাদক মাওলানা মাসুম আহমদ, প্রচার সম্পাদক জুনাইদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান মাজহারী প্রমুখ।
মাহফিলে মরহুমার সন্তান জমিয়ত নেতা মাওলানা আব্দুর রহমান স্মৃতিচারণে বলেন, মা আল্লাহ ভীরু একজন পর্দানশীন মহিলা ছিলেন। সবসময় আমরা উনার কাছ থেকে আল্লাহর কথা শুনতাম। বাবা হারা আমি, ভাই ও আমার বোনদের সু-শিক্ষায় শিক্ষিত করে তুলতে উনার সর্বোচ্চ অবদান। আমার মায়ের জন্য আপনারা দোয়া করবেন। উনাকে যেন আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করেন।
এছাড়া স্মৃতিচারণ করেন ইউনিয়ন জমিয়তের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ময়নুল ইসলাম। তিনি বলেন, পড়ার জীবনে প্রায় যাওয়া হতো উনার বাড়িতে। আমাদের খুব স্নেহ করতেন। প্রতিষ্ঠিত হতে আমার পিছনেও উনার অনেক অবদান রয়েছে।
পরিশেষে উনার দোয়ার মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।