পটিয়ার ধলঘাটে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় আহত ৪
1 min read
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি ;; চট্টগ্রামে পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নে ৫ নং ওয়ার্ডে সরু মিয়ার বাড়িতে পাওনা ৭৫ হাজার টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের সন্রাসী হামলায় মহিলাসহ ৪জন আহত হয়েছে। ঘটনটি ঘটেছে গত ২৭ নভেম্বর সকাল ১১ টার দিকে। আহতরা হচ্ছেন নাসরিন আকতার আনু, মোঃ সৈয়দ, ফাহিম, নাজমা আকতার।আহতদের স্থানীয়রা উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরন করে। পরে এঘটনায় নাসরিন আকতার বাদী হয়ে একই এলাকার মোঃ রুবেল, মোঃ সোহেল, গোলাফুর রহমান সহ অজ্ঞাতনামা ৪/৫জনের বিরুদ্ধে পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্রেট আদালতে মামলা দায়ের করে। মামলার বাদী নাসরিন আকতার জানান আমার কাছ থেকে ৭৫ হাজার টাকা প্রতিপক্ষরা ধার নিয়ে এ টাকা দিতে গড়িমসি করে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন চেয়ারম্যান’কে অবহিত করি এতে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে আমার মেয়ে নাজমা আকতার’ কে খারাপ প্রস্তাব দেওয়া সহ মারধর করে এতে আমার স্বামী ছেলে আমি প্রতিবাদ করলে প্রতিপক্ষরা সন্রাসী হামলায় শরীরে বিভিন্ন স্থানে আহত করে উল্টো আমাদের নামে থানায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করা হচ্ছে বলে জানান। সে এ ব্যাপারে প্রশাসনের উর্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।