গোয়াইনঘাটে ৪০ লক্ষ টাকার কৃষি পুনর্বাসন প্রনোদনা প্রদান
1 min readআব্দুল মালিক :: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় কৃষি পূর্নবাসন -কূষি প্রনোদনা প্রদান অব্যাহত রয়েছে। ক্ষেত খামারে উৎপাদন বৃদ্ধির লক্ষে বন্যায় ক্ষতিগ্রস্হ প্রান্তিক চাষীরা যাতে ঘুরে দাঁড়াতে পারেন, খাদ্য শস্য উৎপাদনে রাখতে পারেন গুরুত্বপূর্ন অবদান সেই লক্ষে বর্তমান কৃষিবন্ধব সরকার অতিথেরমত এবারও কৃষকদের পাশে রয়েছেন।রবি মওসুমের খাদ্যশস্য উৎপাদনে যে ভাবে কৃষকরা উদ্বুদ্ধ হয়েছেন, চষাবাদে এগিয়ে আসছেন, তাদের কঠোর শ্রমে এদেশের কৃযিতে বিপ্লব সাধিত হবে ইনশাআল্লাহ।
২৯ নভেম্বর সকালে কৃষকদের মধ্যে কৃষি পূর্নবাসন -প্রনোদনা প্রদানকালে এমন আশাবাদ ব্যক্ত করেন উপজেলা কৃষি কর্মকর্তা সুলতান আলী। দিনভর কৃষি অফস প্রাম্ঙ্গনে উপস্হিত থেকে বিভিন্ন ইউপির কৃষকরা সহায়তা গ্রহন করেন। মোট ৩ হাজার ১৬৫জন কৃষকে এই সুবিধা গ্রহন করেন। এ ছাড়া উপজেলা পরিষদের পক্ষে এডিপির অর্থায়নে পাঁচশত কূ্ৃষকে সরিষা ও পিয়াজবীজ প্রদান করা হয়া। হয়। আগামী ২/১ দিনের মধ্যে আরো ২ হাজার ১৫২জন কৃষকে ২ কেজি করে উন্নতমানের বোরো বীজ প্রদান করা হবে সংশ্লিষ্ট সূত্রে জানান হয়।উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষকদের সহায়তা প্রদানে সরদারের ব্যয় হবে প্রায় ৪০ লক্ষ টাকা।