March 20, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

যমুনা নদীর উপর বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন

1 min read

মোঃ মনিরুল ইসলাম :: যমুনা নদীর উপর দীর্ঘ প্রতীক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।রোববার গণভবন থেকে ভার্চুয়াল নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি । বঙ্গবন্ধু সেতু উদ্বোধনের পর থেকে 22 বছর ধরে বিভিন্ন সীমাবদ্ধতার মধ্য দিয়ে রেল পারাপার চলছে । এবার বঙ্গবন্ধু সেতুর ৩০০ মিটার উপরে ৪.৬ কিলোমিটার লম্বা ডাবল লেন রেলওয়ে সেতু নির্মাণ করা হচ্ছে । ১৯৯৬ সালে বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার সাথে সাথে রাজধানী ঢাকার উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রেল সংযোগ চালু হয় ।
শুরুতে চারটি ব্রড গেজ ও মিটার গেজ ট্রেন দিনে আটবার পার হওয়ার পরিকল্পনা করা হলেও যাত্রী চাহিদা বাড়ায় সেতুতে চলমান ট্রেনের সংখ্যা বৃদ্ধি পায় ।
2006 সালে বঙ্গবন্ধু সেতুতে ফাটল ধরাতে সেতুতে ট্রেনের গতিসীমা হ্রাস পায় ।রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে রেলওয়ে সেতু নির্মাণ করা হবে ১৬,০৬০ কোটি টাকা ব্যয়ে ।প্রকল্পটি জিকা দ্বারা বাস্তবায়ন করা হবে ২০২৪, আগস্টের মধ্যে কাজ শেষ হবে । ১০০ কিলোমিটার বেগে একসঙ্গে দুটি ট্রেন চালাতে পারবে এই সেতুটি ।সেই সাথে সব ধরনের মালবাহী ট্রেনের চলাচল করবে।এতে রেলযাত্রীদের ভোগান্তি কমার পাশাপাশি উত্তরবঙ্গের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে বলে মনে করছে স্থানীয়রা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.