তামাবিল স্থলবন্দর শ্রমিক ট্রেড ইউনিয়নের পোশাক বিতরণ
1 min readরাজু বিশ্বাস দুর্জয় :: আজ রবিবার সকাল ১১ ঘটিকার সময় গোয়াইনঘাটের তামাবিল স্থলবন্দর শ্রমিক ট্রেড ইউনিয়নের (রেজিষ্ট্রেশন নং ২২১৪) আয়োজনে সংঘটনের সকল সদস্যদের মাঝে নির্ধারিত পোশাক বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন তামাবিল চুনাপাথর পাথর ও কয়লা আমদানি কারক গ্রুপের সহ সভাপতি মনিরুজ্জামান মিন্টু, সাধারণত সম্পাদক সারোয়ার হোসেন ছেদু তামাবিল স্থলবন্দর শ্রমিক ট্রেড ইউনিয়নর সভাপতি রফিকুল ইসলাম বাচ্ছু,সাধারণ সম্পাদক জব্বার আহমদ, যুগ্ন সাধারণ সম্পাদক দিলপ শর্মা,কার্যকরী সদস্য আব্দুল বাসার ভাসানী,প্রানেস বাবু,অবনী দাস, জহির আলী,মনসুর আহমদ, আনসার আলী,বাজু বিশ্বাস, প্রমুখ।
এসময় তামাবিল স্থলবন্দর শ্রমিক ট্রেড ইউনিয়নের সার্বিক উন্নয়নে সকল শ্রমিকদের বকেয়া সঞ্জয় পরিশোধ করে আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্য বিশেষ ভাবে অবগত করেন।