উখিয়ায় র‌্যাবের পৃথক অভিযানে রোহিঙ্গাসহ আটক ২ - Shimanterahban24
April 2, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

উখিয়ায় র‌্যাবের পৃথক অভিযানে রোহিঙ্গাসহ আটক ২

1 min read
গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি :: কক্সবাজার উখিয়ায় র‌্যাবের পৃথক অভিযানে শাহপরী হাইওয়ে পুলিশ ফাড়ীর ডাম্পিং স্টেশন’র সামনে ১০ হাজার ইয়াবাসহ ০১ জন রােহিঙ্গা ও রাজাপালং এলাকায় ৭হাজার ৯৭০ পিস ইয়াবাসহ ০১ জনসহ মোট ২ মাদক কারবারীকে আটক করেছেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-১৫)

র‌্যাব সুত্র জানায়,শনিবার (২৮নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে র‌্যাব-১৫এর গোপন সংবাদের ভিত্তিতে শাহপরী হাইওয়ে পুলিশ ফাড়ীর ডাম্পিং স্টেশন’র সামনে অভিযান পরিচালনা করে বালুখালী ক্যাম্প-০৯, জি- ৩ ব্লকের মৃত নবীন সােনা ছেলে জাহেদ হােসেন ( ৩৭ ) কাপড়ের ব্যাগ তল্লাশী করে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক করে র‌্যাব-১৫।

অপরদিকে, শনিবার বিকাল ৫টার দিকে র‌্যাব-১৫এর গোপন সংবাদের ভিত্তিতে রাজাপালং এলাকায় অভিযান পরিচালনা করে কামাল হােসেন ছেলে মােঃ আবদুর রহিম ( ২২ ) কাপড়ের ব্যাগ তল্লাশী করে ৭হাজার ৯৭০ পিস ইয়াবাসহ আটক করে র‌্যাব-১৫।

এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ মাদক কারবারীদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.