দক্ষিণ সুরমা উপজেলা জমিয়তের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
1 min readদক্ষিণ সুরমা প্রতিনিধি :: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলাধীন দক্ষিণ সুরমা উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুমুআ স্থানীয় মোগলাবাজারে দলীয় কার্যালয়ে উপজেলা জমিয়তের ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়।
উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা ফখরুল ইসলামের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিন ও যুব বিষয়ক সম্পাদক এম. রেজাউল করিম রাজু’র যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মাওলানা মুশাহিদ দয়ামীরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সিলেট জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা নূর আহমদ কাসেমী, উপজেলা জমিয়তের সভাপতি ও সিলেট জেলা তথ্য ও গবেষনা সম্পাদক মাওলানা শরীফ আহমদ শাহান, সহ সভাপতি হাফিজ শামসুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ আব্দুল কাদির, সহ সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল হক, মাওলানা শরীফ আহমদ সুলতান, সাংগঠনিক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, সহ প্রচার সম্পাদক মাওলানা হাফিজ আব্দুর রহমান, সিলেট জেলা ছাত্র জমিয়তের প্রচার সম্পাদক ও উপজেলা সিনিয়র সহ সভাপতি কে এম তাহমীদ হাসান, উপজেলা ছাত্র জমিয়তের সহ সভাপতি আব্দুর রহমান রুবেল, আহবাব হাসান সাজিদ, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা মুহসিন আহমদ ফরহাদ, মাওলানা আবুল কালাম, মাওলানা শাহেদ আহমদ, মাওলানা আযাদ আহমদ, মাওলানা এনামুল করিম, মাওলানা হুসাইন আহমদ (সিলাম), মাওলানা হুসাইন আহমদ (দাউদপুর), মাওলানা হাম্মাদ আহমদ, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা হাফিজ ইকরাম হুসাইন, মাওলানা জাকির আহমদ, মাওলানা বাহাউদ্দিন বাহার, মাওলানা রাশেদ আহমদ, মাওলানা হামিদুর রহমান, শফিউল আলম তুহিন, ফারহান আহমদ প্রমুখ।
এছাড়াও উপজেলার আওতাধীন সকল সাংগঠনিক ইউনিটের সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদকসহ কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
কাউন্সিলে উপস্থিত কাউন্সিলরবৃন্দের লিখিত মতামতের ভিত্তিতে মাওলানা ফখরুল ইসলাম সভাপতি, মাওলানা শরীফ আহমদ শাহান সিনিয়র সহ সভাপতি, মাওলানা আজির উদ্দিন সাধারণ সম্পাদক, মাওলানা আব্দুল কাদির যুগ্ম সাধারণ সম্পাদক, মাওলানা সাইফুল হক সাংগঠনিক সম্পাদক, মাওলানা আব্দুল কাইয়ুম সহ সাংগঠনিক সম্পাদক, মাওলানা দিদারুল আলম রাসেল অর্থ সম্পাদক, মাওলানা আব্দুল্লাহ আল মামুন প্রচার সম্পাদক, এম রেজাউল করিম রাজু যুব বিষয়ক সম্পাদক, মুফতি আহমদ জাকারিয়া সাহিত্য সম্পাদক ও মাওলানা আবুল কালাম প্রশিক্ষণ সম্পাদক নির্বাচিত হোন। নির্বাচিত ফলাফল ঘোষনা করেন জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা নূর আহমদ কাসেমী।
কাউন্সিলে নির্বাচিত আগামী ৩ বছর মেয়াদী উপজেলা জমিয়তের ৪১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটির তালিকা শীগ্রই মিডিয়ায় প্রকাশ করে জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন কাউন্সিল বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ।