জগন্নাথপুর শ্রীধরপাশায় অগ্নিকান্ড; ৭ জনকে আসামী করে মামলা দায়ের
1 min readনিজস্ব প্রতিবেদক ;; সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার শ্রীধরপাশা গ্রামে অগ্নিকান্ডের ঘটনায় ৭ জন আসামী করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের।
জানা যায়,জগন্নাথপুরে শ্রীধরপাশা গ্রামের আমেনা ডেইরী ফার্মে গত ২৪ নভেম্বর রাতে অগ্নিকান্ডে ঘটনায় আবুল লেইছ মিয়া বাদি হয়ে মরহুম সমছু মিয়ার ছেলে খায়রুলকে প্রধান আসামী করে ৭ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন।
জগন্নাথপুর থানার মামলা নং -১৭ জি আর ২০৩ তারিখ ২৬/১১/২০২০ ।
মামলার অনান্য আসামীরা হল,শ্রীধরপাশা গ্রামের সিদ্দেক আলী পিতা মৃত আব্দুল বারি,ফয়জুল করিম পিতা মৃত ময়না মিয়া,সেজূ্ পিতা মৃত এমরান পার্শ্ববর্তী সাদিপুর গ্রামের সোহেল মিয়া,জিলু মিয়া,জিতু মিয়া পিতা মৃত আব্দুল গফুর।
এস আই রাজীব রহমানের নেতৃত্বে জগন্নাথপুর থানা পুলিশের একদল পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছেন। এবং আসামীদের ধরতে পুলিশের অভিযান অবাহ্যত রয়েছে।