সলঙ্গার হাটিকুমরুলে চোরাই গরুসহ কসাই আটক
1 min read
মোঃ মনিরুল ইসলাম ;; সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিপাড়া মধ্যপাড়া গ্রামে গরু চুরির দায়ে এক কসাইকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ ই নভেম্বর) সন্ধ্যায় হাটিপাড়া মধ্যপাড়া গ্রামের ওয়াহেদ আলীর ছেলে শাহিন কসাই কে নিজ বাড়ী থেকে ২ টি চোরাই গরু সহ আটক করা হয়। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায় গত (২৬ ই নভেম্বর) একই থানায় দত্তকুশা কামার পাড়া গ্রামের মৃত মহির উদ্দীন শেখের ছেলে আবু সাইদের দুটি গরু রাতে গোয়াল থেকে চুরি হয়। সারাদিন খোজাখুজির করে এলাকাবাসীর সহয়তায় শাহিন কসাইয়ের বাড়ীতে গরু দুটির সন্ধান মেলে। পরে স্থানীয়রা সলঙ্গা থানায় খবর দিলে খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ ঘটনার সত্যতা পেয়ে শাহিন কসাইকে আটক করে ও গরু দুটিকে জব্দ করে থানায় নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানি।।