যানচলাচল সড়কপথে অবৈধভাবে বালুর স্তুপ রাখায় ঘটলো মর্মান্তিক দূর্ঘটনা
1 min readজুবায়ের আহমদ :: গোয়াইনঘাট- সারী সড়ক পথে আলীরগাঁও ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান, আবুল খায়ের এর অবৈধ বালুর স্তুপ সড়ক দখল করে রাখার কারনে এমন ঘটলো ঘটনা।
গোয়াইনঘাট ব্রিজের পূর্বপাশে পূর্নানগর গ্রামের মধ্যকার সড়কে অবৈধ ভাবে বালু উত্তোলন করে সড়কের উপর স্তুপ করে রেখেছেন আবুল খায়ের,
যার ফলে গত দুইদিন ঘটেছে আরো দুটি সড়ক দূর্ঘটনা ।
অবৈধভাবে বালুর স্তুপ সড়ক জুড়ে থাকার ফলে গতকাল বৃহস্পতিবার রাত ৯ ঘটিকায় কুয়াশাচ্ছন্ন অন্ধকারে একটি অটোরিকশা/সিএনজি সিলেট থেকে গোয়াইনঘাট আসার পথে এবং একটি ইজিবাইক গোয়াইনঘাট বাজার থেকে পূর্ব দিকে যাওয়ার পথে পূর্নানগর গ্রামধীন সড়কে দুটি গাড়ীর মোখমুখী সংঘর্ষের ফলে গাড়ীতে থাকা বিভিন্ন এলাকার যাত্রীরা মর্মান্তিক ভাবে আহত হন। দুটি গাড়ীর সংঘর্ষে বিকট শব্দ হওয়া ছুটে আসেন পূর্নানগর গ্রামের লোকজন, দূর্ঘটনা থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করে গোয়াইনঘাট মেডিকেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর আহত ব্যক্তিদের অবিভাবকদের খবর দিলে ছুটে আসেন তারা, আহত ব্যক্তিদের অবস্থা অবনতি হলে সেখান থেকে ৫ আহত ব্যক্তিকে সিলেট উসমানী মেডিকেল হাসপাতালে হস্তান্তর করা হয়।
দূর্ঘটনার সত্যতা যাচাই করলে দেখা যায় যে, যানচলাচল সড়কপথে বালুর স্তুপ রেখে রাস্তা দখল করার কারনে দু’দিক থেকে গাড়ীর সংঘর্ষ হয়, কয়েকদিন যাবৎ সড়কে বালুর স্তুপ রাখলে আবুল খায়ের কে বালু সরিয়ে নেয়ার জন্য খবর দিলে বিষয়টি তিনি মূল্যায়ন না করে সড়ক দখল করে রাখেন, যার ফলে এ নিয়ে তিনটি দূর্ঘটনা ঘটে।
গত রাতের দূর্ঘটনার খবর আবুল খায়ের শুনার পর সবাই তাকে দায়ী করলে, আজ সকালে তিনি সেখান থেকে বালু সরান।
আহত ব্যাক্তিদের ঠিকানা ঃ
১, হেলাল
পিতা : নাসির উদ্দিন
বয়স: ২০
২, মকবুল হোসেন
পিতা : মৃত বরকত উল্লাহ
বয়স : ৬০
গ্রাম : আব্দুল মহল
৩, মুসলিম
বয়সঃ৩০
গ্রাম : জুজমহল
৪, সাহেদ আলম
গ্রাম : ঘোসগ্রাম
বয়স : ৩০
পিতা : নুরু উদ্দিন
৫, বদরুল ইসলাম
গ্রাম : পূর্ণানগর
পিতা : মনা উল্লাহ
বয়স : ২৫
৬, হাসিম আহমদ
গ্রাম : আব্দুল মহল
বয়স : ৬৫
পিতা : মৃত সিরাজ উদ্দিন
৭, বিলাল উদ্দিন
বয়স : ২৫
পিতা : জমির উদ্দিন
গ্রাম : জাফলং
৮, দুলাল হোসেন
বয়স : ৩০
পিতা : ফয়জুল ইসলাম
গ্রাম : আব্দুল মহল
৯. জয়নাল
বয়সঃ ৩৫
পিতাঃ আব্দুসালাম
গ্রামঃ সতি