মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে রাস্তায় অবস্থান নিয়েছে চট্টগ্রাম যুবলীগ-ছাত্রলীগ
1 min read
আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে তারা বিমানবন্দরের প্রবেশমুখে সড়কের ওপর অবস্থান নেয়।
মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দীন বাচ্চুর নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীরা মামুনুল হকের বিরুদ্ধে শ্লোগান দেয়।
এর পাশেই মহানগর ছাত্রলীগের নির্দেশে পতেঙ্গা থানা ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করছেন।
গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে ছাত্রলীগের নেতাকর্মীরা চট্টগ্রামে হেফাজত নেতা মামুনুল হককে প্রতিহতের ঘোষণা দেন।