জাবের আহমদ:: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউ/পির কাউন্সিল অধিবেশন মাও.হুমায়ুন কবির লস্কর কয়েছ এর সভাপতিত্বে ও
ইউ/পি সাধারণ সম্পাদক মাও.মাহতাব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত কাউন্সিলে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব জমিয়তের সাবেক সভাপতি মাও.জিয়াউর রহমান ফারুকী,হাড়িকান্দী জামিয়ার সাবেক মুহাদ্দিস, মদিনা ইউনিভার্সিটির কৃতিছাত্র মাও.আব্দুল হামিদ ছাহেব জাদায়ে শায়খ আব্দুল গনি রাহ. , উপজেলা জমিয়তের প্রতিনিধি মাও.শাব্বির আহমদ প্রমূখ।
সদস্যদের প্রতক্ষ্যভোটে নিম্নোক্ত কমিটি ২০২০-২১ সেশনের জন্য নির্বাচিত করা হয়।
সভাপতি মাও.হুমায়ুন কবির লস্কর কয়েছ,
সহ-সভাপতি:মাও.আব্দুল হামিদ ছাহেবজাদায়ে শায়খ আব্দুল গনি রাহ.,
সহসভাপতি: মাও.মাহতাব উদ্দিন,
সহসভাপতি:মাও.আব্দুশ শাকুর,
সহসভাপতি:মাও.আব্দুল মান্নান।
সাধারণ সম্পাদক:মুহা.ইকবাল হোসাইন,
সহ সাধারণ সম্পাদক:মাও.মাহমুদ হাসান,
সহ সাধারণ সম্পাদক:জনাব রশিদ আহমদ।
সাংগঠনিক সম্পাদক:হা.মাও.আসাদ উদ্দিন,
অর্থ সম্পাদক:মাও.আব্দুল বারী,
যুব বিষয়ক সম্পাদক:হা.মাও.যুবায়ের আহমদ,
প্রশিক্ষণ সম্পাদক:হাফিজ আব্দুল ওয়াহিদ,
প্রচার সম্পাদক:মাও.শামীম আহমদ,
সাহিত্য সম্পাদক:মাও.রশিদ আহমদ,
সমাজসেবা সম্পাদক:মাও.জিহাদ উদ্দিন,
ছাত্র বিষয়ক সম্পাদক: হা.ইমদাদ আহমদ
পাঠাগার সম্পাদক:মাও.মোস্তফা কামাল,
অফিস সম্পাদক:মাও. ফয়ছল আহমদ,
কৃষি বিষয়ক সম্পাদক:জনাব আব্দুল করিম।
সদস্যবৃন্দ:মাও.আব্দুল হালিম,মাও.এনাম উদ্দিন,মাও.আব্দুল কুদ্দুস,
মাও.নাজিমুদ্দীন,মাও দেলোয়ার আহমদ,
মাও.জামিল আহমদ।