কানাইঘাট উপজেলা জমিয়তের কাউন্সিল অনুষ্ঠিত
1 min readমীম সালমান :: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কানাইঘাট উপজেলার ত্রি-বার্ষিক কাউন্সিল আজ ২৬-১১-২০ ইংরেজি তারিখে অনুষ্ঠিত হয়।
আল্লামা শফীকুল হক সুরইঘাটী এর সভাপতিত্বে এবং মাও.খলিলুর রহমান এর সঞ্চালনায় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জমিয়ত নেতা মাও.আব্দুল মালিক কাসিমী সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কাউন্সিলারবৃন্দ।
কাউন্সিলে আল্লামা শফীকুল হক সুরইঘাটী দা.বা. কে সভাপতি, মুফতি ইবাদুর রহমান কাসেমী কে সাধারণ সম্পাদক, মাও.সালিম উদ্দীন কে সাংগঠনিক সম্পা হা. রিয়াজ উদ্দিন কে প্রচার সম্পাদক ও মাও.গিয়াস উদ্দিন কে ছাত্র বিষয়ক সম্পাদক মনোনীত করে ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি উপহার দেন নেতৃবৃন্দ। ছাত্র জমিয়ত কানাইঘাট উপজেলার পক্ষথেকে নবগটিত কমিটিকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।