বীর মুক্তিযোদ্ধা এম. এ. জলিল সাহেব সংবর্ধিত
1 min readজুনাইদ আহমদ ;; ১১নং লাউতা ইউনিয়ন-এর সাবেক চার বারের নির্বাচিত চেয়ারম্যান,বীর মুক্তিযোদ্ধা জনাব এম.এ. জলিল সাহেব “মুক্ত বাতাস মিডিয়া”এর পক্ষ থেকে সংবর্ধিত হয়েছেন। তিনি চ্যানেলের অন্যতম পরামর্শক। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাসেবা নিয়ে ১০ নভেম্বর দেশে আগমন করেন। স্বদেশগমন উপলক্ষে তাকে সংবর্ধনা প্রধান করা হয়।
এতে উপস্থিত ছিলেন চ্যানেল উপদেষ্টা জনাব এনামুল হাসান রায়হান, চ্যানেল পরিচালক মাও: গোলাম রাব্বানী মাসুম, চ্যানেল সহকর্মী জুনাইদ আহমদ ও হালিম মাহমুদ।
এসময় এম.এ.জলিল বলেন; মুক্ত বাতাস মিডিয়া আমার প্রিয় একটি চ্যানেল। শুভ কামনা রইলো সত্য প্রকাশে এগিয়ে যাও। সত্য সংবাদের বিচরণ হোক সর্বত্রে।