সেন্টমার্টিন দ্বীপের সার্বিক বিষয় নিয়ে মুক্ত আলোচনায় চেয়ারম্যান ও সেভ দ্যা সেন্টমার্টিন
1 min readমোঃ জাবেদ ইকবাল, টেকনাফ উপজেলা প্রতিনিধি।।
সেভ দ্যা সেন্টমার্টিন এর আজকের বিচ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে স্থানীয় চেয়ারম্যান আলহাজ্ব নুর আহমদের সাথে তার ব্যক্তিগত কার্যালয়ে দ্বীপের সার্বিক বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় আলোচ্য বিষয় ছিল টেকনাফের জাহাজ ঘাটে সেন্টমার্টিন এর স্থায়ীদের টিকেট দিতে জাহাজ কর্তৃপক্ষের অপরাগতার বিষয়টি।
০৬ নং সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের মান্যবর চেয়ারম্যান বলেন,আমি এই বিষয়গুলো নিয়ে মাননীয় এমপি মহোদয় ও ইউএনও স্যারের সাথে কথা বলব। আলোচনা হয় টেকনাফ ঘাটে অতিরিক্ত টুল আদায় প্রসঙ্গে। সেভ দ্যা সেন্টমার্টিন এর অন্যতম সদস্য তৈয়ব উল্লাহ সোহাগ বলেন, জাহাজ কর্তৃপক্ষ আমাদের দ্বীপকে কাজে লাগিয়ে কোটি টাকা আয় করছে,অথচ তারা আমাদের লোকাল টিকেট দিতে সব সময় অসম্মতি প্রকাশ করে। পাশাপাশি স্থানীয়দের ভিক্ষুকের মত দাঁড় করিয়ে রাখে। আমরা এর একটা সমাধান চাই।
সেভ দ্যা সেন্টমার্টিন এর আরেক সদস্য আয়াত উল্লাহ খোমেনি বলেন, জাহাজ ঘাটে স্থানীয় লোকদের থেকে যাচ্ছেতাই টুল আদায় করছে যা পর্যটকদের থেকেও বেশি। কেউ কোন প্রতিবাদ করলে তেড়ে আসে অপমান অপদস্ত করতে,আমরা আপনার মাধ্যমে এর সমাধান চাই। এ সময় সেভ দ্যা সেন্টমার্টিন এর সদস্য আয়াজ উদ্দিন কাজল বলেন,দ্বীপকে প্লাস্টিক ও পলিথিন মুক্ত রাখতে দ্রুত আপনার সহায়তা চাই,আপনি আমাদের সাথে সেন্টমার্টিন বাজার সমিতির বৈঠকের বন্দোবস্ত করলে আমরা টেকনাফ থেকে প্লাস্টিক ও পলিথিন আনার উপর নিষেধাজ্ঞা দিতে পারি। এ বিষয়ে আমরা আপনার হাতে পলিথিনের বিকল্প ব্যাগ তুলে দিতে পারি। এ সময় চেয়ারম্যান বিষয়গুলোকে মনোযোগ দিয়ে নোট করে নেন।
তিনি সেভ দ্যা সেন্টমার্টিন এর নেতৃবৃন্দকে সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন। এ আলোচনা সভায় বিশেষ গুরুত্ব পেয়েছে দ্বীপের শিক্ষা ব্যবস্থার উন্নতি,মাদক্তমুক্ত সেন্টমার্টিন গঠন,অধপতিত সমাজের নীতি নৈতিকতা প্রতিষ্ঠা,বৃক্ষরোপনের মাধ্যমে দ্বীপকে সবুজে সমারোহ করা, হোটেল-মোটেলের বেহায়াপনার উপর নজরদারি ও পর্যটকদের জান মালের নিরাপত্তা জোরদার।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সেভ দ্যা সেন্টমার্টিন এর সকল সদস্যবৃন্দ।