ভালো কাজের স্বীকৃতি, ৪৭ পুলিশ সদস্য পেয়েছেন পুলিশ সুপারের পুরষ্কার
1 min readমোহাম্মদ দেলোয়ার হোসেন ;; নোয়াখালী জেলায় অপরাধ দমন ও সার্বিক মূল্যায়নের ভিত্তিতে ৪৭ জন পুলিশ সদস্যকে পুরস্কার প্রদান করা হয়।
গতকাল রোববার (২২ নভেম্বর) জেলা পুলিশ লাইন শহিদ মইনুল হক হলে সকাল ১১ টায় সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে বিশেষ সম্মাননা স্মারক, সার্টিফিকেট অব অ্যপ্রিসিয়েশন ও অর্থ পুরস্কার করেন পুলিশ সুপার মো. আলমগীর হোসেন।
পুরষ্কার প্রাপ্তরা হলেন- ওয়ারেন্ট তামিল অফিসার (এএসআই) হিসেবে চরজব্বর থানার এএসআই মো. নাজিম উদ্দিন ১ম, চাটখিল থানার এএসআই মো. সুমন মিয়া ২য়, বেগমগঞ্জ মডেল থানার এএসআই শাহীন আক্তার ৩য় এবং এসআইদের মধ্যে চাটখিল থানার এসআই মো. জাকির হোসেন ১ম, হাতিয়া থানার এসআই মো. রমজান হোসেন ২য় ও সেনবাগ থানার এসআই আল-আমিন ৩য় স্থান লাভ করেন। অক্টোবর মাসের শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার হিসেবে চাটখিল থানার এসআই (নিঃ) হাফেজ আহাম্মদ, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে জেলা গোয়েন্দা শাখার এসআই মো. জাকির হোসেন, অপরাধ দমনে বিশেষ অবদান হিসেবে বেগমগঞ্জ মডেল থানার এএসআই মো. জাহাঙ্গীর আলম ও এএসআই সালাউদ্দিন চৌধুরী, ওয়ারেন্ট তামিলে শ্রেষ্ঠ থানা হিসেবে চরজব্বার থানা, শ্রেষ্ঠ থানা (সামগ্রিক) হিসেবে বেগমগঞ্জ থানা, সামগ্রিক কর্ম মূল্যায়নে শ্রেষ্ঠ বেগমগঞ্জ মডেল থানার কনস্টবল মমিন উল্লাহ বাহার, ক্লুলেস মামলার রহস্য উদঘাটন করায় পুরস্কৃত হন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব মো. খালেদ ইবনে মালেক।