এ সময় ছিনতাইকারীদের কাছ থেকে ৬টি মুঠোফোন ও একটি রেজিস্ট্রেশন বিহীন অ্যাপাচি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) দুপুর ৩টায় বেগমগঞ্জ থানার পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শনিবার রাতে উপজেলার চৌমুহনী পৌরসভার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের সদস্যদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে একাধিক ছিনতাই মামলা বিচারাধীন রয়েছে।
আটককৃতরা হলো, উপজেলার করিমপুর এলাকার রাকিব চৌধুরী (১৯) মো.সহিদুল ইসলাম পাভেল (১৯) মো.জাকির হোসেন সাগর (২০) ও উপজেলার গণিপুর এলাকার মো.সজিব হোসেন বাবর (২০),তানভির আহম্মদ সিয়াম (২০)।
বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান জানান, আটক আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।