উখিয়ায় ধান চাষিরা খুশি হলেও লোকসানের শঙ্কায় মিলাররা
1 min readশাহেদ হোছাইন মুবিন :: অধিকাংশ জমির ধানকাটা মাড়াই শেষ হওয়ায় উখিয়ার হাটবাজারগুলোতে ধানের সরবরাহ বেড়েছে। মৌসুমের শুরুতেই ধানের ভালো দাম পাওয়ায় খুশি কৃষকরা।
প্রতিদিন সকাল থেকে রিকশা ভ্যান ভটভটিতে ধান নিয়ে আসেন কৃষকরা বাজারে । নতুন ধানের সরবরাহ বেড়েছে হাটে। আর বিক্রিও হচ্ছে বেশ ভালো দামেই। মৌসুমের শুরুতে ধানের ভালো দাম পেয়ে খুশি কৃষকরা।
মিল, চাতাল মালিকরা বলছেন, বর্তমান বাজারমূল্যে ধান কিনে সরকার নির্ধারিত মূল্যে চাল দিলে লোকসানে পড়বেন তারা। তাই চালের মূল্য পুনঃনির্ধারণের দাবি তাদের। তারা বলছেন, সরকারের ধানের দাম নির্ধারণ করছে ২৬ টাকা আর চালের কেজি ঠিক করে দিয়েছে ৩৭ টাকা। কিন্তু বর্তমান বাজারমূল্যে ধান কিনে চাল সরবরাহ করা কঠিন হয়ে পড়বে। কারণ, হিসাব করে দেখা যাচ্ছে প্রতি মণে ২৫০ টাকা লোকসান হবে।