ইত্তেহাদুল উম্মাহ ফাউন্ডেশনের সেমিনার অনুষ্ঠিত
1 min readঅতিথি প্রতিবেদক, গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাটে ইত্তেহাদুল উম্মাহ ফাউন্ডেশন এর উদ্যোগে ‘ওলামায়ে দেওবন্দ ও বরেণ্যদের চোখে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহ.’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উপস্থিতির একাংশ
২০ নভেম্বর (শুক্রবার) বাদ জুমআ গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে লাফনাউট মাদরাসার শাইখুল হাদীস আল্লামা মাহমুদুল হাসান রায়গড়ী সভাপতিত্বে এবং মাওলানা বাহা উদ্দিন বাহার ও মাওলানা আব্দুল্লাহ সালমান এর সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে আলোচনা রাখেন আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ি।
প্রধান আলোচক হিসেবে আলোচনা রাখেন, কবি,গবেষক ও ইসলামী চিন্তাবিদ মাওলানা মুসা আল হাফিজ। প্রধান বক্তা ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ।
প্রধান মেহমান তাঁর বক্তব্যে বলেন, ওলামায়ে দেওবন্দ কারো কাছে মাথা নত করে না। দেওবন্দী চেতনা আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। আমরা কোন জাত তা চিনতে হবে। আল্লামা আহমদ শফি রাহ. সারাজীবন দেওবন্দী চেতনায় বলিয়ান হয়ে জাতির খেদমতসমূহ করে গেছেন।
প্রধান আলোচক মুসা আল হাফিজ বলেন, ওলামায়ে দেওবন্দ কারো কাছে বিক্রি হয় না। যদি কেউ হয়ে যায়, আমরা তাদের ছুড়ে ফেলবো।
আরো আলোচনা রাখেন, মাওলানা আমিনুর রশিদ, মাওলানা নযরুল ইসলাম, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা রুহুল আমিন সাদী, মাওলানা আব্দুল মতিন, মুফতী আবদুল কাদির মাসূম, মুফতী ইবাদুর রহমান কাসিমী, মুফতী নাদিম কাসিমী, মুফতী এমাদ কাসিমী,মুফতী জামিল কাসিমী, হাফিজ মাওলানা জাকির হুসাইন প্রমুখ।
সেমিনার সফল করায় ফাউন্ডেশনের আহ্বায়ক মাওলানা সুলতান মাহমুদ বিন সিরাজ সবার শুকরিয়া আদায় করেন।