রামগতিতে কিশোরী ধর্ষণের শিকার
1 min read
নিউজ ডেস্ক ;; লক্ষ্মীপুরের রামগতিতে কিশোরী ধর্ষণের অভিযোগে মামলায় আবুল কাশেম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে উপজেলার বড়খেরী ইউনিয়নের রামগতিরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে সন্ধ্যায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। কাশেম উপজেলার রামগতিরহাট এলাকার সফিক উল্যাহর ছেলে।
পুলিশ জানায়, এক মাস আগে ওই কিশোরীকে ঘরে একা রেখে তার মা বাবার বাড়িতে যান। এ সুযোগে দুপুরে প্রতিবেশী আবুল কাশেম ঘরে ঢুকে ওই কিশোরীকে ধর্ষণ করে। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে কিছুদিন পর মাকে সে ঘটনাটি জানায়। এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে মামলা করেন। পরে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত কাশেমকে গ্রেপ্তার করে।
রামগতি থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, জিজ্ঞাসাবাদে কাশেম ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।