মাধ্যমিকে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্যিক শিক্ষা বিভাগ থাকবে না: দীপু মনি
1 min readনতুন শিক্ষাক্রমে নবম শ্রেণিতে পড়ুয়া মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান, বাণিজ্য বা মানবিক বিভাগ থেকে যেকোনো একটি বেঁছে নেওয়ার প্রয়োজন হবে না।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সময় টিভির এক প্রতিবেদন সূত্রে এসম্পর্কে জানা গেছে।
নতুন কারিকুলামের আওতায়, ২০২২ সালের মাধ্যমিক শিক্ষার্থীরা একটি সমন্বিত পাঠ্যক্রমের আওতায় আসবে, বলে তিনি উল্লেখ করেন।