উখিয়ার ইউএনও নিজাম উদ্দিন আহমেদ করোনা পজেটিভ
1 min read
সাদেক হোসাইন খোকা ;; উখিয়ার ইউএনও নিজাম উদ্দিন আহমেদের করোনা পজেটিভ ধরা পড়েছে। গত কয়েকদিন পূৃর্বে করোনা টেষ্ট করার জন্য উখিয়া হাসপাতালে দেওয়া হলে বুধবার রাতে করোনা পজেটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করে উখিয়া হাসপাতাল কতৃপক্ষ। যোগাযোগ করা হলে ইউএনও নিজাম উদ্দিন আহমেদ জানান,তিনি হোম আইসোলেশনে আছেন এবং সুস্থতার জন্য সকাল কাছে দোয়া চেয়েছেন।