সিলেট জেলা হেফাজতের বিক্ষোভ-সমাবেশ সফলের লক্ষে বিশ্বনাথে পরামর্শ সভা অনুষ্ঠিত
1 min readবিশ্বনাথ প্রতিনিধি ;; আগামী ২১ নভেম্বর রোজ শনিবার দুপুর ২ ঘটিকায় সিলেট শহরস্থ বন্দরবাজার সিটি পয়েন্টে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে বিশ্বনবী হযরত মুহাম্মদ সা. এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ও ভাস্কর্যের নামে স্থাপিত মূর্তি অপসারণের দাবিতে এবং নতুনভাবে মূর্তি স্থাপনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
আসন্ন বিক্ষোভ -সমাবেশ সফলের লক্ষে আজ ১৯ নভেম্বর বাদ যোহর বিশ্বনাথ পৌর শহরে হেফাজতে ইসলাম বিশ্বনাথ উপজেলা শাখার পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।সভায় বিক্ষোভ-সমাবেশ সফলের লক্ষে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উপজেলা হেফাজত নেতৃবৃন্দ ব্যাপক সাড়াজাগানো ভূমিকা রাখার ক্ষেত্রে স্থানীয় নেতাকর্মীদের প্রতি আহবান করেন।
হেফাজতে ইসলাম বিশ্বনাথ উপজেলার আহবায়ক মাওলানা কামরুল ইসলাম ছমিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, যুগ্ন আহবায়ক মাওলানা নুরুল হক, সদস্য সচিব মাওলানা কাজী আব্দুল ওয়াদুদ,হেফাজত নেতা মুফতি লুৎফুর রহমান,মুফতি আহমদ আলী, মাওলানা আব্দুল মতিন, মাওলানা ওমর ফারুক, মাওলানা শামসুল ইসলাম,মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা হাবিবুর রহমান, হাফিজ ফরিদ আহমদ ফেরদাউস, মাওলানা সুফিয়ান আহমদসহ স্থানীয় নেতাকর্মীরা।