March 20, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

নোয়াখালী জেনারেল হাসপাতালের ফার্মেসীতে ভয়াবহ অগ্নিকান্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি

1 min read
আগুন
মোহাম্মদ দেলোয়ার হোসেন :: নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের অভ্যন্তরে অবস্থিত ন্যায্য মূল্যের ঔষধের দোকান আল-আমিন ফার্মেসীতে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় প্রায় ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী দাবি করেন।
বুধবার (১৮ নভেম্বর) ভোরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে দোকানের এক কর্মচারী আহত হয়েছে। এতে প্রায় ৪ কোটি টাকার ঔষধপত্র ও সার্জিকেল সামগ্রী পুড়ে গেছে। খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিসের কর্মিরা এক ঘন্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আল-আমিন ফার্মেসীর পরিচালক গোলাম মর্তূজা জানান, আমার দীর্ঘদিনের পুঁজি সব শেষ হয়ে গেছে। অগ্নিকান্ডে যাবতীয় ঔষধপত্র ও সার্জিকেল সামগ্রীসহ প্রায় ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী জানান। অগ্নিকান্ডের সঠিক কারণ জানাযায়নি।
সুধারাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.নবীর হোসেন জানান, আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.