সিলেটে হেফাজতের বিক্ষোভ মিছিলে আসছেন বাবুনগরী ও কাসেমী
1 min read
সিলেট ;; ফ্রান্সে রাস্ট্রীয় মদদে মহানবী স.এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ২১শে নম্বের ২০২০ ঈসায়ী, শনিবার বিকাল ২ঘটিকার সময় সিলেট কোর্ট পয়েন্টে হেফাজতে ইসলাম সিলেট জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্মরণকালের সবছে বৃহত্তম সমাবেশ এই সমাবে উপস্থিত হবেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ এর নবনির্বাচিত আমির কারানির্যাতিত মজলুম জননেতা শায়খুল হাদিস, আল্লামা হাফিজ জুনায়েদ বাবুনগরী, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নবনির্বাচিত মহাসচিব বাংলার মাদানি, খানকারপীর, জিহাদের ময়দানের বীর, শায়খুল হাদিস আল্লামা নূর হুসাইন কাসিমী, হেফাজতে ইসলাম বাংলাদের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম ইসলামাবাদী এর নেতৃত্বে সামাবেশে উপস্থিত হবেন কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব: মাওলানা জুনাইদ আল হাবীব, তরুণের অহংকার আল্লামা মামুনুল হক, মুনির হুসাইন চট্টগ্রামী সহ হেফাতের কেন্দ্রীয় একটি বিশাল কাফেলা।
তাই আগামি শনিবারের সম্মেলনকে সফল করা লক্ষে ইন্তেজামিয়া কমিটি সিলেটের প্রতিটি মাদরাসায় ও প্রতিটি উপজেলা,ইউনিয়ন হেফাজত কমিটি ও সাধারণ জনগণের নিকটে যাচ্ছেন বলে প্রতিনিধি দলের একটি কাফেলা এ তথ্য প্রদান করেন।
আজ ইন্তেজামিয়া কমিটির পক্ষথেকে জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুরের প্রবীণ সিনিয়র মুহাদ্দিস, উস্তাদুল মুহাদ্দিসিন মাওলানা আব্দুল হাফিজ শমসের নগরী হুজুরের নেতৃত্বে একটি কাফেলা গোলাপগঞ্জ উপজেলার জামিয়া আমকোন মাদরাসা থেকে নিয়ে বিয়ানীবাজার কারাবড়া পর্যন্ত সকল মাদরাসায় দাওয়াত নিয়ে যান এসময় তাঁর সাথে ছিলেন আঙ্গুরা মাদরাসার প্রবীণ শিক্ষক ও সিনিয়র মুহাদ্দিস হযরত মাও: আসআদ উদ্দীন আল-মাহমুদ, আঙ্গুরা মাদরাসার সহাকারী শিক্ষাসচিব মাও: বিলাল আহমদ ইমরান।দেউলগ্রাম মাদরাসার সিনিয়র মুহাদ্দিস ও সহকারী শিক্ষাসচিব, গোলাপগঞ্জ উপজেলা হেফাতের নেতা হাফিজ মাওলানা আলি আহমদ, আঙ্গুরা মাদরাসার শিক্ষক মাওলানা জফিরুদ্দীন কোম্পানিগঞ্জী, হাফিজ,মাওলানা ফরহাদ আহমদ প্রমুখ।
নেতারা জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিসিয় আমকোনা মাদরাসায় আমার সাথে সরাসরি সাক্ষাতে নেতারা বলেন এই সমাবেশে সরাসরি কেন্দ্রীয় আমির,মহাসচিব, সাংগঠনিক সম্পাদক,যুগ্ম-সাধারণ সম্পাদকরা একটি বিশাল কাফেলা নিয়ে সিলেট উপস্থিত হবে।তাঁরা কিভাবে সিলেট এসে উপস্থিত হবে তার ব্যবস্থা প্রায় সম্পূর্ণ হয়েগেছে।সিলেটের এই সমাবেশটি হবে সিলেটের স্মরণ কালে শ্রেষ্ঠ সম্মেলন এ সম্মেলনে সিলেটের সকল কাওমি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, হেফাজতের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের দায়িত্বশীলগণ এবং সর্বস্থতরের ধর্মপ্রাণ-নবিপ্রেমিক তাওহিদী জনতা তাদের প্রিয় সংগঠন হেফাজতের ডাকে সারা দিবে।