সিরাজগঞ্জের সলঙ্গায় ইভটিজিং এর দায়ে ভ্রাম্যমান আদালতে কাপড় ব্যবসায়ীর ৩ মাসের কারাদন্ড
1 min read
মোঃ মনিরুল ইসলাম :: সিরাজগঞ্জের সলঙ্গা বাজারে মঙ্গলবার(১৭ নভেম্বর ) সকাল ১০ টায় এক জনৈক মহিলা কাপড় ব্যবসায়ীর নিকট কাপড় কেনার সময় ইভটিজিংয়ের শিকার হয়ে র্যাব-১২ এর কাছে অভিযোগ করেন। তার অভিযোগের প্রেক্ষিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল ও উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট(রায়গঞ্জ) মোঃ রাজিবুল আলম ঘটনাস্থলে হাজির হয়ে অভিযোগের সত্যতা প্রমান পায় এবং কাপড় ব্যবসায়ীকে আটক করেন।উক্ত কাপড় ব্যাবসায়ী সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার চরকাওয়াক গ্রামের মৃত অবনী ভূষন পালের ছেলে শ্রী অনুকুল চন্দ্র(৪৯)। পরে আটকৃত আসামীকে ভ্রাম্যমান আদালতে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান সহ দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় মামলা দায়ের ও তাকে সিরাজগঞ্জ জেলা কারাগারে প্রেরন করা হয়।