রিমান্ড শেষে কারাগারে আকবর: দেননি স্বীকারোক্তিমুলক কোন তথ্য
1 min read
মীম সালমান ;; সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশী নির্যাতনের শিকার হয়ে রায়হান আহমদের মৃত্যুর মামলার প্রধান আসামি ওই ফাঁড়ির বরখাস্তকৃত উপপরিদর্শক আকবর হোসেন ভূঁইয়ার সাত দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার রিমান্ড শেষে তাকে সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবুল কাশেমের আদালতে হাজির করার পর তদন্ত কর্মকর্তা পুনরায় তার রিমান্ড না চওয়ায় আদালত আকবরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে দ্যা ডেইলি স্টারকে জানিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামান।
রিমান্ড শেষে আদালতে হাজির হলেও আকবর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি বলেও জানান তিনি।