মিশিগানের শিশু রোগ বিশেষজ্ঞ ডা. হোসেইনের পিতার জানাজা সম্পন্ন; বিভিন্ন মহলের শোক - Shimanterahban24
March 22, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

মিশিগানের শিশু রোগ বিশেষজ্ঞ ডা. হোসেইনের পিতার জানাজা সম্পন্ন; বিভিন্ন মহলের শোক

1 min read

শফিক রহমান (ভয়েস অব মিশিগান ইউএসএ) :: মিশিগানের ট্রয় সিটিতে বসবাসরত গেইট অব কলম্বাসের সত্ত্বাধিকারী, শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ হোসেন ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ও স্ত্রী-রোগ বিশেষজ্ঞ ডাক্তার শামছুন নাহার বেগমের পিতা জগন্নাথপুর উপজেলার বনগাঁও নিবাসী প্রবীণ মুরব্বি সানোয়ার আলী (৮০) গত ১১ নভেম্বর (বুধবার) সকাল সাড়ে ৯ টায় স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওইন্নাইলাহি রাজিউন।
মৃত্যুকালে তিনি ১ মেয়ে ও ৫ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে আত্মীয়স্বজন ও পরিচিতজনসহ অনেকেই ফোন করে খোঁজ খবর নেন ও শোকাহত পারিবারিকে শান্তনা ও সমবেদনা জানান।
মরহুমের নামাজে জানাজা পরদিন বাদ জোহর আলফালাহ জামে মসজিদে সম্পন্ন করা হয়।
মরহুমের পরিবারের পক্ষ থেকে নামাজে জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মরহুমের বড় ছেলে শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ হোসেইন।
মরহুমের নামাজে জানাজায় ইমামতি করেন মসজিদের খতিব মাওলানা আব্দুল লতিফ আজম। আত্মীয়স্বজনসহ অনেকের কাছে জানা যায় তিনি খুব হাসি-খুশী, বিনয়ী স্বভাবের লোক ছিলেন। সিলেট শহরে বসবাসকালীন সময়ে প্রেস ব্যবসাসাসহ প্রেস মালিক সমিতির সাবেক সভাপতিও ছিলেন। এদিকে মরহুমের মৃতুতে গভীর শোক ও শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছেন জালালাবাদ সোসাইটি অব মিশিগানের সাবেক সভাপতি সাংবাদিক সাহেদ আহমদ, বাংলাদশী আমেরিকান ডেমোক্রেটিক ককাস এর সাবেক সভাপতি ডা. নাজমুল হোসেন সাহিন ও ইকবাল ফয়েজ স্বপন, বর্তমান সভাপতি মুহিত মাহমুদ, ডাক্তার মোতাহের হোসেন, প্রকৌশলী আনোয়ার হোসেন, বাংলা স্কুল অব মিউজিক মিশিগানের প্রতিষ্ঠাতা সংগীত শিল্পী আকরাম হোসেন ও শিক্ষানবিশ শিল্পীবৃন্দ, জালালাবাদ সোসাইটি অব মিশিগানের সভাপতি এন ইসলাম শামীম, সাবেক সাধারণ সম্পাদক জগন্নাথপুর নিবাসী আজাদ খান, বাংলাদেশী আমেরিকান বিজনেস এসোসিয়েশন অব মিশিগানের সভাপতি আব্দুল আহাদ, জগন্নাথপুর সোসাইটি অব মিশিগানের সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরীসহ মিশিগানের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।
তারা মরহুমের রুহের মাগফেরাত ও তিনি যেন জান্নাতবাসী হোন মহান রাব্বুল আলামিনের কাছে দোয়াও কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.