পটিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপির মেয়র প্রার্থী শাহজাহান চৌধুরীর মতবিনিময়
1 min readসেলিম চৌধুরী ;; আসন্ন পটিয়া পৌরসভা নির্বাচনে বিএনপির সমর্থিত দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরী পটিয়ার সাংবাদিকের সঙ্গে মতবিনিময় করেছেন। ১৭ নবেম্বর (সোমবার) সকালে স্থানীয় একটি রেস্তোরায় মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি রবিউল হোসেন বাদশা, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আল রায়হান সোহেল, মোঃ জাহাঙ্গীর আলম, আলী আকবর, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোসলেম উদ্দিন, সাবেক সহ-সভাপতি খায়ের আহমদ, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম পটল, সুজন মেম্বার, জেলা যুবদলের ক্রীড়া সম্পাদক আবদুল খালেক, সহ- দপ্তর সম্পাদক মামুন, পটিয়া পৌরসভা যুবদল নেতা এসএম রেজা রিপন, পটিয়া উপজেলা যুবদল নেতা সাজ্জাদুল আলম আলভী, সাইফুল ইসলাম মামুন, পৌরসভা যুবদল নেতা রাকিব হাসান।মতবিনিময়কালে মেয়র প্রার্থী মোহাম্মদ শাহজাহান চৌধুরী বলেন, তাদের পারিবারিক ঐতিহ্য রয়েছে। তার দাদা মরহুম আমজু মিয়া সওদাগর ও পিতা আবু মুছা প্রকাশ বালি সওদাগর পটিয়া ১৪নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। যার অর্ধেক পটিয়া বর্তমানে পটিয়া পৌরসভার আওতায়।
আগামী পটিয়া পৌরসভা নির্বাচনে বিএনপির সমর্থনে ধানের শীর্ষ প্রতীক নিয়ে নির্বাচন করতে আগ্রহী। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি তরান্বিত করতে আগামী পৌরসভা নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করছে। সে নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে তিনি (শাহজাহান চৌধুরী) পটিয়া থেকে নির্বাচন করবেন। দীর্ঘদিন ধরে রাজনীতির পাশাপাশি ক্রীড়া সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। তাকে মনোনয়ন দিলে স্বস্তরের মানুষ বিজয়ের ক্ষেত্রে ভূমিকা রাখবে। শাহজাহান চৌধুরী বলেন ১৯৯০ সাল থেকে ছাএদলের রাজনীতির সাথে যুক্তছিলাম এর পরে একাধিকবার পটিয়া পৌরসভা যুবদলের সাধারন সম্পাদক ও সভাপতি এবং আহবায়ক এর দায়িত্ব পালনের পাশাপাশি গনতান্ত্রিক আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম আমার দৃঢ় বিশ্বাস দল আমাকে সবদিক বিবেচনা করে মনোনয়ন দিলে আমি পটিয়া পৌরসভার মেয়র পদটি উপহার দিতে পারবো। তিনি আরোও বলেন পরিচ্ছন্ন সুন্দর একটি আধুনিক মডেল পৌরসভা গড়ে তুলতে এবং মানুষের সেবা নিশ্চিত করতে দলের মনোনয়ন ও সকলের সহযোগিতা কামনা করেন এবং তিনি বিএনপি হাইকমান্ডের সুদৃষ্টি কামনা করেন।