জাংগাইল ক্রিকেট বোর্ড (JCB) এর নতুন কমিটি গঠন
1 min readবিলাল আহমদ রাসেল ;; গোয়াইনঘাট উপজেলার ০৮ নং তোয়াকুল ইউনিয়নের ৯নং ওয়ার্ড জাংগাইল ক্রিকেট বোর্ড (JCB.) এর ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি আগামী ২ বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।
গত ১৬/১১/২০২০ ইং তারিখে অনুষ্ঠিত সভায় উপস্থিত বোর্ডের সম্মানিত উপদেষ্টা এম.এ লতিফ,শামসুদ্দিন আল আজাদ,আবদুল মনাফ ও বোর্ডের সাবেক সভাপতি জহিরুল ইসলাম,দেলোয়ার হোসেন এবং সাবেক সহসভাপতি মনজুর আহমদ এর অনুমোদনক্রমে নিম্নোক্ত ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সভাপতি-শেখ আব্বাস উদ্দিন
সিনিয়র সহসভাপতি-আবুল কালাম আজাদ
সহসভাপতি-জয়নুল ইসলাম
সাধারণ সম্পাদক-খালেদ আহমদ
যুগ্ম সাধারণ সম্পাদক-মোঃ সালেহ আহমদ
সাংগঠনিক সম্পাদক-জাকির হোসেন সাজু
কোষাধ্যক্ষ-মোঃ নাজিম উদ্দিন
সম্মানিত সদস্যঃ
জহিরুল ইসলাম
দেলোয়ার হোসেন
মনজুর আহমদ
জুয়েল আহমদ
মেহরাব হোসেন ওপি
ফখরুল হাসান
রবেল আহমদ
আলমগীর হোসেন।