চাটখিলে নবাগত ইউএনও সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
1 min readমোহাম্মদ দেলোয়ার হোসেন ;; নোয়াখালীর চাটখিলে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ মোসার সাথে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
সোমবার ১৬ই নভেম্বর দুপুরে অনুষ্ঠিত এই মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, যুগান্তরের চাটখিলের প্রতিনিধি আবু তৈয়ব,ভোরের পাতার মিজানুর রহমান বাবর, একাত্তর টিভি ও আমাদের সময়ের চাটখিল সোনাইমুড়ী উপজেলা প্রতিনিধি ও প্রিয় নোয়াখালী ডটকমের সম্পাদক কামরুল কানন, ডেইলী অবজারভারের ফারুক সিদ্দিকি ফরহাদ, আমাদের অর্থনীতির ইয়াছিন চৌধুরী, ঢাকার ডাকের আনিস আহমেদ হানিফ, আলোকিত নোয়াখালীর সম্পাদক আলা উদ্দিন, ডেইলী আওয়ার টাইমসের সাইফুল ইসলাম রিয়াদ প্রমূখ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান, সাংবাদিক সিরাজুল ইসলাম হাসান, জাহাঙ্গীর আলম, মহিউদ্দিন বাবু, জহিরুল ইসলাম চৌধুরী, মনির হোসেন সোহেল, স্বপন পাটোয়ারী, সাকিব হাসান, আবদুল মোতালেব, এম আর ফারুক, আলী হোসেন হীরন, ফরিদ খান প্রমূখ।
ইউএনও এএসএম মোসা বলেন আপনাদের সাথে মতবিনিময় করে ভালো লাগলো, আপনারা সব সময় আপনাদের পাশে পাইবেন।