গোয়াইনঘাটে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ
1 min readসিলেটের গোয়াইনঘাটে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিস কতৃক উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে এ্যাসিসটিভ ডিভাইস (হুইল চেয়ার, হেয়ারিং এইড, কানের মেশিন ইত্যাদি) বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাকিব’র সভাপতিত্বে ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহীন মাহবুবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, উপজেলা শিক্ষা অফিসার প্রতুল চন্দ্র সরকার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল আলমসহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক/শিক্ষিকা বৃন্দ।

এ সময় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে হুইল চেয়ার, হেয়ারিং এইড, চশমাসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।
সূত্র; জাফলংনিউজ।