"আমাকে তোমরা সর্বাবস্থায় ধৈর্যশীলদের মাঝে পাবে" - Shimanterahban24
March 22, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

“আমাকে তোমরা সর্বাবস্থায় ধৈর্যশীলদের মাঝে পাবে”

1 min read
মোনাজাত

[কাকলী আক্তার মৌ]

আমাকে তোমরা গালি দাও,
প্রাণ ভরে গালি দাও।
গালি দিতে দিতে তোমার গালির ভান্ডার যখন ফুড়িয়ে যাবে;
তখনও আমাকে তোমরা
নীরবই পাবে।

আমাকে তোমরা ঘৃণা কর,
অন্তর ভরে ঘৃণা কর,
বার বার কর,
ঘৃণা করে করে তোমার অন্তর যখন ঘৃণায় ভরে যাবে;
তখও আমাকে তোমরা,
মায়া-মমতার নির্মল কাননেই
খোঁজে পাবে।

আমাকে তোমরা বদনাম কর,
সত্য-মিথ্যায়,প্রাণ-পণ ভরে কর,
বার বার কর,
বদনাম করে করে তোমার দেহ-প্রাণ যখন ক্লান্ত হয়ে যাবে;
তখনও আমাকে তোমরা
শান্তদের দলেই পাবে।

আমাকে তোমরা আঘাত কর,
শক্তির জোরে আঘাত কর,
বার বার কর,
আঘাত করে করে তোমাদের দেহের শক্তি যখন নিঃশেষ হয়ে যাবে;
তখনও আমাকে তোমরা
ধৈর্যশীলই পাবে।

গালি,ঘৃণা,বদনাম,শত আঘাতের পরে,
প্রার্থনা করে যাব সবারই তরে,
যেন হেদায়েতের বাণী পৌছায়;সকল কাল অন্তরের ঘরে,
মুমিন হওয়ার তরে।

আমি ঘুমন্ত ক‌বি,‌নির্বাক ছ‌বি-
Kakoli Akther Mou

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.