রাসূল প্রিয়জন (কবিতা)
1 min read
[ইব্রাহিম হোসেন]
জন্ম নিলে মরণ হবে জেনে রেখো সব
যিঁনি তোমায় জীবন দিলেন তিঁনিই তোমার রব।
মনে প্রাণে তাঁর ডাকে
সাড়া দিয়ে যাও তাঁকে,
তিঁনি ছাড়া দয়ার সাগর আর যে কেহো নাই
তিঁনিই মোদের সৃষ্টিকারী স্রষ্টা মালিক সাঁই।
কোরআন পড়ো হাদিস পড়ো চলো রাসূল’র পথে
শান্তি পাবে দুজাহানে পাবে স্বর্গ রথ।
কোরআন বিধান মানলে জয়
জীবন ভবে সুখের হয়,
শয়তানেরা ভয়ে থাকে ঝরায় চোখের জল
ক্যামনে পাবো মুমিন বান্দা দিতে নরক তল।
বাঁচতে হলে খেতে হবে খাদ্য ধরার মাঝ
তেমনি করে ডাকতে হবে প্রভু সকাল সাঁঝ।
জীবন বিলাও প্রভুর তর
আল্লাহ্ নামের তুলো ঝড়,
শীতল হবে শান্তি পাবে হৃদয় মাঝে মন
চিন্তা করো ধ্যান ধারণায় রাসূল প্রিয়জন।