পটিয়ার খুইল্যা মিয়া চৌধুরীর ইন্তেকাল; বিভিন্ন মহলের শোক
1 min read
সেলিম চৌধুরী ;; জাতীয় ছাত্রসমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সভাপতি শাহাদাত হোসেন চৌধুরী হিরো এবং ঢাকা মহানগর উত্তরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত চৌধুরী টিপু, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শহীদুল আলী চৌধুরী মঞ্জু, জেদ্দা চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগে সহ সভাপতি মহাব্বত আলী চৌধুরীর পিতা হাজী খুইল্যা মিয়া চৌধুরী গতকাল রবিবার বিকেলে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০১ বৎসর। এ সময় তিনি ৪ পুত্র ও ১ কন্যা সন্তান সহ বহু আত্বীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। আজ জোহরের নামাজের পর পটিয়ার খরনা বায়তুন নুর জামে মসজিদ প্রাঙ্গনে তার। নামাজের জানাজা অনুষ্টিত হবে।
তার মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক পটিয়া পৌর মেয়র শামসুল আলম মাষ্টার, উপজেলা জাতীয় পার্টি সভাপতি মুক্তিযোদ্ধা রফিক আহমদ চেয়ারম্যান, পটিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ ক ম সামশুজ্জমান চৌধুরী, সাধারণ সম্পাদক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদ, ঢাকাস্থ পটিয়া সমিতির সভাপতি মাহবুবুর আলম, সহ সভাপতি মামুনুর রশীদ, দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি আ ম ম টিপু সোলতান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথী চৌধুরী, উপজেলা যুবলীগ আহবায়ক হাসান উল্লাহ চৌধুরী, পটিয়া প্রেসক্লাব সভাপতি এসএমএকে জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, সাংবাদিক সমিতির সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক এটিএম তোহা যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, পটিয়া পৌরসভা জাতীয় পার্টি সভাপতি সাবেক কমিশনার নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, দক্ষিণ জেলা জাতীয় ছাএসমাজ আহবায়ক এন এম জসিম উদ্দিন সহ নের্তৃবৃন্দ পৃথক পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানান।